বাংলাদেশ
বাংলাদেশ
খাদিজা বেগম
বাংলাদেশ ও ও বাংলাদেশ
তুমি মোদের সবার গর্ব,
তোমার জন্য যা করার তাই
জীবন দিয়া হলেও করবো।
তুমি মোদের জন্মভূমি
আমরা তোমার বুকের সন্তান,
মোদের কাছে সবার চেয়ে
অনেক বড় তোমার সম্মান।
তোমার ক্ষতি করবে যারা
তাদের সাথে লড়াই করবো।।
ন্যায়ের সাথে চলবো আমরা
বলবো সদা সত্য কথা,
দুর্নীতির ঐ ছুরি দিয়ে
যে তোমাকে দেবে ব্যাথা।
তাকে আমরা ছাড় দেব না
আইনের মুখোমুখি করবো।।
তোমার জন্য তোমার সন্তান
সদা তৈরি থাকে যুদ্ধে,
তোমার মান যে নষ্ট করবে
যুদ্ধ করবো তার বিরুদ্ধে।
লাখো প্রাণে কেন এই দেশ
তাকে আমরা রক্ষা করবো।।
Comments
Post a Comment