পত্রিকাতে
পত্রিকাতে
খাদিজা বেগম
পত্রিকাতে আমিও একদিন
হয়ে রবো শিরোনাম,
মূল্যহীন আজ আমার জীবন
মরার পরেই পাবে দাম।
এই দুনিয়ার এই তো রীতি
হারানো ধন খুব দামি,
হাতের কাছে থাকলে তাহা
তা নিয়া হয় পাগলামি।
আজকের কান্না কেউ শুনবে না
যতই কেঁদে যাই অবিরাম।।
আমার জন্য কাঁদবে সবে
আমার মৃত্যু হবার পরে,
সত্যি যদি বাসতে ভালো
রাখতে আমায় যত্ন করে।
আরো কিছু সময় হয় তো
সবার মাঝে আমি থাকতাম।।
কেউ মরে না রোগে শোকে
মানুষ মরে অবহেলায়,
বড় আজব এই দুনিয়া
মানুষের ভয় মানুষ পালায়।
ধর্মের লেবাস পরে কেহো
আর করনা কভু কুকাম।।
Comments
Post a Comment