দুই শরীরে একই রক্ত

 দুই শরীরে একই রক্ত

খাদিজা বেগম 


বাবা তুমি আমি আমরা

দুই শরীরে একই রক্ত,

তোমার আমার এই বাঁধন টা

সব বাঁধনের চেয়ে শক্ত।


সন্তানদের আর বাবার বাঁধন

হয়না কোনো দিনো ছিন্ন,

বাবার জীবন কুরবানী হয়

তার সন্তানদের সুখের জন্য।

কত রকম না পাওয়াটা

হাসি মুখে করে রপ্ত।


সন্তানদের সুখ আনতে গিয়ে 

বাবা সহ্য করে দুঃখ,

বাবার সাথে কেউ বলোনা 

উচ্চ কন্ঠে কথা রুক্ষ।

বাবার প্রতী কৃতজ্ঞ লোক 

মনে প্রাণে বাবার ভক্ত।।


বাবা আমায় সব দিয়াছে 

আমি কিছুই দেয়নি তারে,

এই কথাটি ভেবে ভেবে 

অশ্রু ঝরে বারেবারে।

অনুতাপের জলে জলে 

এখন রিক্ত আমি সিক্ত।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান