এসো
এসো
খাদিজা বেগম
এসো নবিন এসো প্রবীণ
বিদ্বেষ ফেলে কলম ধরি,
স্বপ্ন দেখাই স্বপ্ন দেখি
মানুষ হয়ে মানুষ গড়ি।
আমরা মানুষ মানুষ হলে
থাকবে না আর হত্যা, ধর্ষণ,
কানায় কানায় ভরবে সুখে
ভয়-ভীতিহীন সুন্দর জীবন।
এসো নিজের ভুলের জন্য
অন্যজনকে বলি সরি।।
সব অন্ধকার ছেড়ে এসো
এসো আলোর পথে চলি,
প্রতিহিংসা ভুলে এসো
এসো আশার কথা বলি।
সত্যের জন্য বেঁচে থাকি
সত্যের জন্যই আমরা মরি।।
মানবপ্রেমে প্রেমিক হয়ে
প্রেম ছড়িয়ে দেবো বিশ্বে,
কাজে কর্মে মানুষ হয়ে
থাকব মানবতার শীর্ষে ।
কুপ্রবৃত্তি শত্রু সবার
তাহার সাথে আমরা লড়ি।।
ধ্বংসের বদলে সৃষ্টি করি
মিথ্যার বদলে সত্য ছড়াই,
কুসংস্কার, মাজার পূজা
ভিতর, বাহির থেকে তারাই।
মানুষ বাঁচলে বাঁচবে ধর্ম
এসো মানুষ রক্ষা করি।।
মানুষ বড় সবার উপর
তার ওপরে আর কিছু নাই,
মানুষকে যে করবে ছোট
তার জীবনটা হবেই তো ছাই।
মানুষেরে ভালোবেসে
ভক্তি, শ্রদ্ধা, সেবা করি।।
Comments
Post a Comment