দূরে দূরে
দূরে দূরে
খাদিজা বেগম
দূরে দূরে রাখতে রাখতে
রেখেই দিলে কবরে,
তুমি কাছে টেনে নিতে
পারলেনা আর আমারে।।
তুমি ভালো না বাসিলেও
আমি ভালো বাসিবো,
তুমি কাছে না ডাকিলেও
আমি কাছে আসিবো।
আজো তোমার কাছেই আজি
তোমার মনের ভিতরে।।
ভালোবেসে ভালোবাসা
পায়নি আমি কখনো,
তবু তোমায় ভালোবাসি
কবর থেকে এখনো।
তোমার পোশাক হয়ে থাকি
খুব জড়িয়ে তোমারে।।
তুমি যখন পাগল থাকো
অনেক তৃষ্ণার তিয়াসে,
তখন আমি পানি হয়ে
থাকি তোমার গ্লাসে।
তোমার চোখের আড়াল হলেও
থাকি তোমার অন্তরে।।
Comments
Post a Comment