কলুষিত

 কলুষিত 

খাদিজা বেগম 


লোভে লোভে কলুষিত 

হয় না যেন আমার এই মন,

পবিত্র আর স্বচ্ছ রেখো 

ঠিক যেন ওই আয়নার মতন।


পাপে পাপে অপরাধী 

হই না যেন আমি কভু,

ত্যাগে ত্যাগে ত্যাগী করো 

আমার দয়া করো প্রভু।

বন্ধু শত্রু সবার প্রতি 

রাখি যেন শ্রদ্ধা, সম্মান।


ভয়ে ভয়ে মুখ লুকিয়ে 

হই না যেন কচ্ছপ, ইঁদুর,

গড়ো আমায় সত্যের পক্ষে 

প্রতিবাদী বীর বাহাদুর।

আমি যেন রাখতে পারি

শ্রেষ্ঠ সৃষ্টি মানুষের মান।।


ঘৃণায় ঘৃণায় ঘৃণিত লোক

হই না যেন এই ধরাতে,

কারো যেন কোনো ক্ষতি 

করি না এই আমার হাতে।

সুখে, দুঃখে ভুলি না যে 

এই প্রান তোমার মহিমার দান।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান