মহান সৃষ্টিকর্তা

 মহান সৃষ্টিকর্তা

খাদিজা উ


তুমি আমি আমরা সবাই 

এ পৃথিবীর সবই মিথ্যা,

যদি তুমি নাহি চেনো 

তোমার মহন সৃষ্টি কর্তা।


তোমার চেয়ে আরো বেশি 

ছিল কত জ্ঞানীগুণী,

ছিল রাজা মহারাজা 

এই পৃথিবীর সেরা ধনী।

এখন তাদের সব ইতিহাস

আজকে তারা স্মৃতির পাতা।


কতজনা পান করিতো 

পানি সোনা রূপার গ্লাসে,

কতজনার চারিপাশে 

ভরা ছিল দাসে দাসে।

সোনার খাটে থাকতো শুয়ে 

দাসী টিপে দিতে মাথা।


সঠিক পথে চলো রে মন

যায় যদি যাক কান্দিয়া দিন,

মিথ্যে মস্তির পিছে ছুটে

নিজেকে কেউ করোনা বিলীন।

প্রাণ হারালেও হারাবে না 

তোমার কার্য কলাপ কথা।।


যেমন কর্ম তেমনি ফল 

শেষ বিচারে তুমি পাবে,

কান্দাইওনা কাঁদতে হবে 

জুলুম করো না কেউ ভবে।

ক্ষণিক সুখের জন্য যেন

কেউ দিও না কাউকে ব্যথা।।

 

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান