মায়াবী হাত
মায়াবী হাত
খাদিজা বেগম
যখন তোমার মায়াবী হাত
আমার মাথায় দাও বুলিয়ে,
মাথার ব্যথা বুকের জ্বালা
ধীরে ধীরে যায় পালিয়ে।
যখন তুমি মুচকি হেসে
আমায় ধরো খুব জড়িয়ে,
তখন আমি স্বর্গ ধরি
আমার দুটি হাত বাড়িয়ে।
স্বর্গ তখন আমায় নিয়ে
কোথায় যেন যায় মিলিয়ে।।
যখন তুমি ডাকো আমায়
তোমার কাছে ইশারাতে,
তখন আমি পাগল হয়ে
ছুটি আসি প্রেম পাড়াতে।।
তোমার মাঝে নিজে নিজেই
হারিয়ে যায় মন ডুব দিয়ে।।
যখন তুমি আলতো করে
আদর মাখো আমারি গায়,
তখন আমার চেয়ে সুখী
হয়না কেহো এই দুনিয়ায়।।
প্রেম ভিক্ষারী হয়ৈই থাকবো
যেন দিও না তাড়িয়ে ।।
Comments
Post a Comment