একদিন মুখে মুখে বলবে
একদিন মুখে মুখে বলবে
খাদিজা
একদিন মুখে মুখে সবাই
বলবে তোমার মরার খবর,
কাঁধের উপর নিয়ে চলবে
তোমায় দেবে কবর।
অন্ধকারে ঢেকে যাবে
আলো শূণ্য তুমি,
ডানে, বামে, উপর, নিচে
থাকবে শুধু ভূমি।
আপন জনা পর হবে সব
কেউ রাখবে না খবর।।
তোমার এতো অর্থ সম্পদ
বুদ্ধি, জ্ঞান, ক্ষমতা,
ভালো কর্ম ছাড়া কিছুই
কাজে আসবে না তা।
তোমার খবর কেউ না জানলেও
জানে তোমার ঈশ্বর।।
লোক ঠকিয়ে হাসার চেয়ে
কাঁদাই অনেক ভালো,
ওই কবরে আলো পেতে
জ্বালাও সত্যের আলো।
অন্যায় থেকে দূরে থাকো
স্বচ্ছ রাখো অন্তর।।
Comments
Post a Comment