সময়ের অপচয়

 খাদিজা বেগম

সময়ের অপচয় 


যে তার বর্তমান সময়ের অপচয় নাহি করে,

সময়টাকে খুব গুরুত্ব সহকারে ব্যবহার করে।


ভবিষ্যতে সেই হবে খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি,

সে আঁধারের হবে আলো, কুসংস্কারের হবে মুক্তি।


চলার পথের সকল বাঁধা পার হবে সে নির্ভয়ে,

আসবে যত বাঁধা ছুটবে তত বাঁধভাঙ্গা জল হয়ে।


এগিয়ে যাবার সংকল্প নিয়ে যে প্রতিদিন চলে,

হিমালয়ের মতো অটল সে কোন কিছুতেই নাহি টলে।


দূর আকাশের মতো দুঃখ থেকে থাকে বহু বহু দূরে,

না পাওয়ার বেদনায় খাঁটি হয়ে যায় নিজে নিজে পুড়ে।


কোন অজুহাতে, কোন অভিযোগে থামানো যায় না তারে,

শেষ, শেষ বলে শেষ করে দিও না সুন্দর জীবনটারে।


রাতের শেষে সূর্য ওঠে, ভাটার শেষে জোয়ার আসে,

ঘুম শেষে জেগে ওঠে, কান্নার শেষে সব লোকে হাসে।


বারেবারে পিছিয়ে যাওয়া মানে পিছনে পরে থাকা নয়,

তীর পিছে গিয়েই সামনে যাবার গতি করে সঞ্চয়।


যেতে হবে বহুদূরে ঝড়, তুফান পাড়ি দিয়ে তোমাকে,

ধরো ধরো হাল, তুলিয়া দাও পাল, যদি হিম্মত থাকে।


হে যুবক যুদ্ধ করো অন্যায়, অনিয়মের সাথে,

কুপ্রবৃত্তি আর অলসতার সাথে লড়ো দিনে রাতে।


নীতি-নৈতিকতা ধরে রেখে জেগে ওঠো আগামী প্রভাতে

দুঃখের মাঠে রোপণ করো সুখের বিচি তোমারি হাতে।


তোমায় তুমি আস্কারা দিয়ে দিয়ে করনা যে নিঃস্ব,

নিজেকে যে শাসন করে, সেই শাসন করিবে এই বিশ্ব।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান