প্রবৃত্তি

 প্রবৃত্তি

খাদিজা বেগম 


প্রবৃত্তি আর প্রবৃত্তিতে

একে অন্যের প্রতিযোগী,

প্রভৃত্তিদের ফান্দে পড়ে 

আমরা মানুষ কষ্টে ভুগি।। 


প্রভৃতিরা তাড়াকরে 

দিবানিশি মনে মনে,

ঘুমের ঘরেও শান্তি দেয় না

অশান্তি দেয় ক্ষণে ক্ষণে।

প্রভৃতিকে দমন করতে

সদা সত্যের সাথে জাগি।।


এই দুনিয়ার ভোগ বিলাসে 

প্রবৃত্তি দেয় খুব উৎসাহ,

দেহের ভিতর বসত করে

দেহে বাড়ায পাপের দাহ।

বিবেক বুদ্ধি মাটি দিয়ে 

বাজায় মনটা কে ডুগডুগি।।


প্রভৃত্তিদের তালে তালে 

তাল মিলাবে যে মানুষে,

মানুষে থেকে পশু হবে

ধ্বংস হবে নিজের দোষে।

প্রভৃতিকে হার মানাতে 

ছেড়ে দিও রাগারাগী।।


প্রবৃত্তিকে শাসন করো

এরিয়ে যাও খুব কৌশলে,

প্রভৃতিকে প্রশ্রয় দিলে

মানব জনম যায় বিফলে।

পশুর চেয়েও অধম হল 

কত মানুষ নফসের লাগি।।


মানব জীবন শ্রেষ্ঠ জীবন 

পেয়েও যেন হয় না বিফল,

অনুতপ্ত চিত্ত নিয় 

তার চরণে দাও চোখের জল

শেষ বি।চারের কথা ভেবে

তার প্রতি হও মনোযোগী।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান