ও মাঝি তুই
ও মাঝি তুই
খাদিজা বেগম
ও মাঝি তুই পাল তুলে দে
ছেড়ে দে মোর জীবন তরী,
ঘাটে ঘাটে নাও ভিরালে
আমার হয়ে যাবে দেরি।
সময় মতো না যাই যদি
গুনতে হবে জরিমানা,
আরো কত সইতে হবে
না জানি গো সেই যন্ত্রণা।
যেতে হবে অনেক দূরে
ধরে আছি দূরের পারি।।
এই তরীটার তলা দিয়ে
ওঠে নানান রকম পানি,
সেচের উপর রাখো তারে
নইলে ডুবে যাবো জানি।
ছিদ্রগুলো সেরে দিলেও
আমায় ছেড়ে যাবে তরী।।
এই তোরিটা মোমের তৈরি
আগুন পেলেই যাবে গলে,
হাঁতুড় দিয়ে করলে আঘাত
মিশে যাবে জলের তলে।
সত্য পথে চালাও তরী
চলে যাবে সরাসরি।।
ডুবাইও না আমার তরী
লোভ লালসার পথে চলে,
ধ্বংস হয়ে যাবো আমি
পাপে পাপে ভারী হলে।
ভেবেচিন্তে চালাও তরী
ওরে ও মন অহংকারী।।
Comments
Post a Comment