যারে আমি মন দিয়েছি

 যারে আমি মন দিয়েছি

খাদিজা বেগম 


যারে আমি মন দিয়েছি 

সেই দিয়েছে আমায় ফাঁকি,

কষ্ট কোথায় রাখি আমি

এতো কষ্ট কোথায় রাখি?


কষ্ট আমায় যন্ত্রনা দেয়

থাকতে দেয় না একটু সুখে,

ভিতর বাহির তোলপাড় করে

পাঁজর ভাঙা ঝড় এই বুকে।

কষ্টে আমার ঘুম আসেনা

তার ভাবনায় জেগে থাকি।।


কথা দিয়ে রাখল না সে 

ভুলে গেলো অনায়াসে,

সত্য ভেবে তাহার কথা 

পরিণত হলাম লাশে।

মিথ্যাবাদীর ফান্দে পারে 

কান্দে আমার অবুঝ আঁখি।।


ভালবাসার বিনিময়ে 

দিলো না সে ভালোবাসা,

এত কষ্ট দিলো আমায়

এখন কঠিন হলো বাঁচা।

শ্বাস নিঃশ্বাসে কষ্ট হয় খুব

শুধু মৃত্যু পেতেই বাকি।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান