এতো ব্যাথা
এত ব্যাথা
খাদিজা বেগম
এত ব্যথা নিয়ে কেউ কি
বেঁচে থাকতে পারে?
কেন এত ব্যাথা দেয় সে
ভালোবাসি যারে?
এই পৃথিবীর চেয়েও সে
দামি আমার কাছে,
যেমন দামি প্রাণ পাখি টা
মাটির দেহের কাছে।
সে আমারে চায় না তবু
অবুঝ মন চায় তারে।।
রাজমহলে মন বসে না
তারা ছাড়া আমার,
তারে নিয়েই সুখে থাকবো
হোক না সে ঘর নাড়ার ।
প্রেম ভিখারী হয়ে ফিরি
তারি দ্বারে দ্বারে।
দেখতে সুন্দর মায়া নাই তার
আমার প্রতি কোন,
তবুও মন চায় তাহারে
ভালবাসতে ক্যানো?
মন বোঝেনা প্রেম বোঝেনা
বোঝেনা আমারে।।
Comments
Post a Comment