শেষ

 শেষ

খাদিজা বেগম 


শেষ শেষ বলে আর কেঁদোনা 

শেষ বলে নাই কিছু ভবে,

শেষের পরে নতুন করে 

নতুন কিছুর শুরু হবে।


লাগলে ভাটা নদীর বুকে 

নদী তাতে নাহি ডরে,

ভাটার পরে আসবে জোয়ার 

কানায় কানায় দেবে ভরে।

একি ভাবে যায় না সময় 

এই কথাটা জানে সবে।


শেষ বিকালে সূর্য ডুবে 

এই পৃথিবী হারায় আলো,

ঠিক সকালে সূর্য উঠে 

দূর করে দেয় সকল কালো।

হেরে গেলে কেঁদো না তাই 

হারার পরেই জিতবেই তবে।।


তোমার চলার পথটি তুমি 

ঠিক করে লও ওহে পথিক,

ওই পথ ধরবে তুমি যে পথ 

তোমার বিবেক বলবে সঠিক।।

দ্বিধাদ্বন্দের মধ্যে থাকলে

হারার আগেই তুমি হারবে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান