রাখাল
রাখাল
খাদিজা বেগম
রাখাল রাখাল বলে তোমরা
কাউকে ঘৃণা করনা আর,
এই দুনিয়ায় অমর বানী
নিয়ে এলো তারাই বারবার।
হরযত ইয়াকুব, হয়ত আইউব,
মূসা, হারুন নবী রাখাল,
লালন পালন করত তারা
নিজের হাতে পশুদের পাল।
রাখাল পেশা উত্তম পেশা
ঘৃণ্য পেশা সুদের কারবার।।
চাষাভুসা বলে তোমরা
কাউকে ছোট করো না আর,
ঐশী বানী নিয়ে এলো
নবী হয়ে তারাই বারবার।
কৃষক ছিল হরযত আদম
চাষ করিত নিজ হাতে তার।।
ইদ্রিস নবী দর্জি ছিল
নূহ নবী ছিল কাঠমিস্ত্রি,
হযরত ইসমাইল ও ইব্রাহিম
তারা ছিলেন রাজমিস্ত্রি।
ঐ কাবাঘর নির্মাণ করে
ভালবাসা পেলেন সবার।।
ঘৃণা করো ঘুষের টাকা
চুরি করা আর ডাকাতি,
ঘৃণা করো মিথ্যে কথা
যে পেশাতে অন্যের ক্ষতি।
পরিশ্রমী হয়ে তোমরা
সৎ পেশায় খাও হালাল খাবার।।
প্রয়োজনে না খেয়ে রাও
তবু খেও না অন্যের হক,
সব জায়গাতেই অপরাধী
এই দুনিয়ার ওই প্রতারক।
জাহান্নামে জ্বালতে হবে
শেষ বিচারে পাবে না ছাড়।।
Comments
Post a Comment