একাকীত্ব

 একাকীত্ব 

খাদিজা বেগম


এই জীবনে একাকীত্ব 

সবার জন্য খুব গুরুত্ব,

একাকী না হলে কারো

জানা হবে না চরিত্র।


একাকীত্ব জীবন তোমায় 

পাঠ করাবে তোমার চারপাশ,

শক্তি দেবে সাহস দেবে

গড়বে শিকল ভাঙ্গানো দাস।

ভিতর থেকে তুলবে গড়ে 

মজবুত করে মনুষত্ব।।


একাকিত্বের চিন্তা নিয়ে 

তুমি চিন্তা করলেই বুঝবে,

জান্নাত নাকি জাহান্নামেই 

মৃত্যুর পরে তোমায় খুঁজবে।

সঠিক পথে ন্যায়ের সাথে 

পালন করছ কি দায়িত্ব??


একাকীত্বে মগ্ন থেকে

সৃষ্টি খুঁজে তার স্রষ্টাকে,

একাকীত্ব অমূল্য ধন 

যা পাবে না সকল লোকে।

সৃষ্টিকর্তা ছাড়া ভবে

আর কিছুর নাই স্থায়িত্ব।।


একাকিত্বে পবিত্র হয় 

কলুষিত পাপি চিত্ত,

একাকীত্বই জ্ঞানী জনার

অমর নাম, যশ, খ্যাতি বিত্ত।

একাকীত্ব ব্যক্তির চিন্তায় 

প্রকাশিত হয় ব্যক্তিত্ব।।


একাকীত্ব তোমায় দেবে 

মেঘের বাড়ি বরফের ঘর,

আরো দেবে আনন্দ সুখ 

বড় বড় স্বর্ণ পাহাড়।

এই ঐশ্বর্য পাবে না সে

যার ভিতরে রয় পশুত্ব।।


একাকীত্ব গোপনে দেয়

আত্মহত্যার কুমন্ত্রণা,

তবু তোমায় বাঁচতে হবে 

তুচ্ছ করে সব যন্ত্রণা।

বেঁচে থেকে দাও বুঝিয়ে 

বেঁচে থাকার কি গুরুত্ব??


একাকীত্ব অর্জন করে 

সত্য, ধৈর্য, পরিশ্রম, জ্ঞান,

বর্জন করে মিথ্যা, নিন্দা 

প্রতিহিংসা ক্ষোভ, অপমান।

একাকীত্ব মন পায় নিজে 

নিজে খুঁজে আত্মতত্ত্ব।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান