আমার ভাগ্য

 আমার ভাগ্য

খাদিজা বেগম 


আমার ভাগ্য লিখতো যদি 

আমার মায়ের হাতে,

স্বপ্ন ভাঙা কোন কান্না 

লিখতো না মা তাতে।


ভাগ্য দাতা ভাগ্য লিখলো 

কান্নার কালি দিয়ে,

তাই বুঝি এই জীবন যাচ্ছে 

দুঃখ, কষ্ট নিয়ে।

দয়াল রে আর কান্দাইওনা 

আমায় দিনের রাতে।।


দুঃখের অনল কায়া রেখে 

কলিজাতে পুড়ে,

যারে ভাবি কাছের মানুষ 

সেই চলে যায় দূরে।

শ্রাবণ ধারা মত ঝরে

অশ্রু আঁখি পাতে।।


কানায় কানায় কষ্ট ভরা

উপচে উপচে পড়ে,

বুকের ভিতর মন মরে যায় 

কষ্টে ছটফট করে।

আমার জন্য সুখ নাই বুঝি

তোমার এই ধরাতে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান