কষ্ট রাখার জায়গা নাই

 কষ্ট রাখার জায়গা নাই

খাদিজা বেগম 


কষ্ট রাখার জায়গা নাই আর 

তাই গড়িয়ে পড়ে চোখে,

দরজা খুলে হাসি তবু 

যেন সুখি ভাবে লোকে।


কষ্টে কষ্টে জীবনটা শেষ

কষ্টের বোঝা ভিশন ভারী,

মাঝে মাঝে বলে এই মন

চল চলে যাই সবি ছাড়ি।

আর কতকাল কাঁদবো আমি 

সুখের দরজায় মাথা ঠুকে।।


সুখের দরজায় তালা দেওয়া

তার চাবি নাই আমার কাছে,

আষ্টেপিষ্টে জড়িয়ে রেখে 

দুঃখ আমায় ভালোবাস।

দু'চোখ ভরা দুঃখের সাগর 

আগুন ভরা আমার বুকে।।


হাজার হাজার যন্ত্রণাতে 

আমার হৃদয় যাচ্ছে পুড়ে,

আমার দেহো ভিতর থেকে 

কষ্টেরা খায় কুরে কুরে ।

ভাগ্য দোষে কান্দে এই মন

বুকের ভিতর ধুকে ধুকে।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান