হে বিদ্রোহী

 হে বিদ্রোহী 

খাদিজা বেগম 


কলম নামের অস্ত্র দিয়ে 

কালি নামের বুলেট চালাও,

হে বিদ্রোহী স্বৈরাচারের

বিরুদ্ধে আজ আগুন জ্বালাও।।


খোলো খোলো মিথ্যার বিরুদ্ধে  

সত্যবাদীর ওই মুখ খোলো,

চলো চলো সব দুর্নীতির

বিরুদ্ধে আজ যুদ্ধে চলো।

প্রতিবাদী হয়ে এসো

অবিচারের বিরুদ্ধে দাড়াও।


তোলো তোলো বিজয় নিশান

হবেই হবে জনতার জয়,

মরার আগে মরো না কেউ 

আসল মৃত্যু তোমাদের ভয়।

বাংলা মাকে রেখে তুমি

হে বাঙালি ভাই কোথায় যাও??


মিথ্যা মৃত্যুর ভয়ে ভয়ে

সত্যি সত্যি মরেছ আজ,

তাই তোমাদের খামচে খাচ্ছে 

সন্ত্রাসীদের কালো সমাজ,

বীরের জাতি হয়েও কেন 

মুখ লুকিয়ে নেক পালাও??


দেশের টাকা পাচার করে 

ওরা দেশের ভালো চায়না,

গরিব দুঃখীর শত্রু ওরা

পেট ভরে ভাত খেতে দেয় না।

ভাঙো ভাঙো দুঃশাসনের দ্বার 

তোমাদের দেশ তোমরাই বাঁচাও।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান