বৃষ্টি বৃষ্টি

 বৃষ্টি বৃষ্টি

খাদিজা বেগম


বৃষ্টি বৃষ্টি ও বৃষ্টি রে 

আমায় একটু ভিজিয়ে দে,

চৈত্র মাসের তপ্ত তাপে 

ঠোস পড়েছে আমার গায়ে।।


কালো মেঘের ভেলায় চড়ে 

আয় ছুটে আয় শীতল বৃষ্টি,

তোর পানিতে গা ভিজিয়ে 

তিক্ত জীবন করি মিষ্টি।

অগ্নিঝরা দুপুর বেলা 

দে জুড়িয়ে তোর পানিতে।


মরুর বুকে ফসল ফলবে

প্রাণ প্রাণে প্রাণ ফিরিবে,

শাখা শাখায় ফুটবে পুষ্পা

পুষ্পে পুষ্পে ফল ধরিবে।

পিপাসিত ধুলায় ভরা

চৌচির এই ক্ষেত ডুবিয়ে দে।।


তোর পানিতে ভিজে ভিজে 

তাজা হবে লতাপাতা, 

তুই বিহনে সবার মাঝে 

ভীষণ জ্বালা, পোড়ার ব্যথা।

তোর অপেক্ষায় খাঁ খাঁ হৃদয়

তোর পানিতে ভাসিয়ে দে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান