বিষধর সাপ

 

বিষধর সাপ

খাদিজা বেগম 


বিশ্বাসঘাতক কথা বলে 

মিষ্টি মিষ্টি দেখতে নিষ্পাপ,

বিশ্বাসঘাতক প্রাণীর চেয়ে 

অনেক ভালো বিষধর সাপ।


সাপের রূপে সাপ থাকে তাই 

দেখলে তারে সতর্ক হই,

বিশ্বাসঘাতক চেনা যায় না 

মরণ কামড় না দিলে সই।

দেখতে ওরা মহা মানব

সহজ সরল কার্যকলাপ।।


বাবার মতো স্নেহ দেবে 

মায়ের মত ভালবাস,

স্রষ্টার নামে প্রতিশ্রুতি

মন ভোলাতে দেবে আশা।

মানুষ নিঃস্ব করার জন্য 

ওগুলো তার মিথ্যে সংলাপ।।


অভিনয়ে পাকা ঘাতক

দেহ রেখে মনে ঢুকে,

অভিনয় কে সত্য ভেবে

সরল মানুষ তাতে ঝুঁকে।

ঝুঁকলে পরেই শিকার করে

ওরা পশুর চেয়েও খারাপ।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান