মনের জ্বালা
মনের জ্বালা
খাদিজা বেগম
মনের জ্বালা নিভিয়ে দাও
আর পারিনা আমি পুড়তে,
অগ্নির ভিতর ঘুরছো জীবন
আর পারিনা আমি ঘুরতে।।
এই দেহেতে এত জ্বালা
পুড়ে পুড়ে আমি কয়লা,
কুড়ে কুড়ে খাচ্ছে আমায়
যত কথা সব না বলা।
চাইছে যেতে প্রান পাখিটা
দূর অজানার দেশে উড়তে।।
মাঝে মাঝে নিশ্বাস নিতে
আমার অনেক কষ্ট লাগে,
কেমন করে থাকবো বেঁচে
বার বার মৃত্যুর সাধ জাগে?
চোখের পাতা বন্ধ রাখলেও
চোখের পানি থাকে ঝরতে।।
ব্যথায় ব্যথায় জর্জরিত
আমার দেহের ভিতর বাহির,
দয়া করে দাও মেখে দাও
একটু ভালবাসার আবির।
সবার মত আমিও চাই
হাজার বছর ধরে বাঁচতে।।
Comments
Post a Comment