তোমার শত্রু তুমিই

 খাদিজা বেগম

তোমার শত্রু তুমিই 


যে তোমাকে খেতে দিলো 

তার রিজিক নাও কেরে,

কেন তুমি এত লোভী 

তারেই খেতে হবে মেরে?


যে তোমাকে হাসতে শেখায় 

তারে তুমি কেন কাঁদাও?

যে শিখালো বাঁচতে তারেই

কেন মরন উপহার দাও।

তোমার ভিতর লোভ-লালসাই

তোমায় খাচ্ছে কুঁড়ে কুঁড়ে।।


যে তোমাকে নিজের হাতে

টেনে তুললো গর্ত থেকে,

ওঠার পরে সর্ব প্রথম

কেনো গর্তে ফেললে তাকে?

তোমার ভিতরে হিংস্র পশু

মানবতা নাই অন্তরে।।


অকৃতজ্ঞ মানুষ হলো

নিম্ন শ্রেণীর নিকৃষ্ট জন,

অন্য জনা কেউ লাগেনা

ফুরায় যখন তার প্রয়োজন।

তোমার শত্রু তুমিই নিজে 

খুঁজে দেখো পাবে তারে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান