দোয়া

 দোয়া

খাদিজা


রাব্বির হামহুমা কামা- রাব্বায়ানি সাগিরা।

দোয়া করো ওহে সন্তান- আল্লাকে বিশ্বাসীরা।


আল্লাহুম্মা ইন্নি আস- আলুকাল জান্নাত,

ওয়াআউযুবিকা মিনান্নার।- করো এই মোনাজাত।


লা ইলাহা ইল্লা আংতা- সুবাহানাকা ইন্নি কুংতুম,

মিনাজ জ্বলেমিন। পড়লে- বিপদগুলো হবে গুম।


রব্বি যিদনী ইলমা- বলে বলে দোয়া করো,

আল্লাহুম্মা ফাক্কিহনি- ফিদ দীন। পাঠ করো।


আস্তাগফিরুল্লাহ বলো- আস্তাগফিরুল্লাহ,

সুখে দুঃখে সদা রাখো মুখে- আলহামদুলিল্লাহ।


হারামের পরিবর্তে দাও- মোরে হালাল রিজিক,

স্বচ্ছলতা দান করো আল্লাহ- দুজাহানের মালিক।


তুমি ছাড়া হই না যেন আমি- আর কারো মুখাপেক্ষী,

তুমি আমার রক্ষাকারী-ও হে মহান রক্ষী।


আমার আপন জন দিয়ে- এ হৃদয়টা জুরিয়ে দাও,

তোমার প্রিয়জন যে পথে- আমায় সে পথে চালাও।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান