পুলিশ ভাইয়া
পুলিশ ভাইয়া
খাদিজা বেগম
পুলিশ ভাইয়া ভুলে গেছো
তুমি গরীব দুঃখীর ছেলে,
কার হুকুমে গরীব দুঃখী
বিনা দোষে রাখছো জেলে?
জনগণের বেতন ভুক্ত
হয়েও কেন পুলিশ ভাইয়া,
জনগণকেই শোষণ কর
মিথ্যা মিথ্যা মামলা দিয়া?
গরীবে দুঃখী খেলনা করে
আর কতকাল যাবে খেলে??
পুলিশ ভাইয়া ভুল করো না
তোমার এই দেশ মাতা ভুলে,
সন্ত্রাসীদের দুয়ার গুলো
তোমার ভুলে যাচ্ছে খুলে!
দেশের সম্মা নষ্ট হচ্ছে
জ্ঞানীগুনি থাকছে জেলে।
পুলিশ ভাইয়া জেগে ওঠো
তোমার দেশের তরে তুমি,
দুর্নীতিবাজ দূর করে দাও
ওরাই করছে দেশ মরুভূমি।
দেশের সুনাম উজ্জ্বল করো
দেশের তরে দাও প্রেম ঢেলে।।
এই বিশ্বটার শীর্ষে থাকবে
আমার সোনার বাংলাদেশটা,
সত্যের সাথে থাকবো আমরা
উপরে ফেলব মিথ্যার শেষটা।
দেশমাতা চায় ভালোবাসা
ওরে দেশের গুষখোর ছেলে।।
Comments
Post a Comment