হাতটা ধরো বাবা

 হাতটা ধরো বাবা 

খাদিজা বেগম 


আমার হাতটা ধরো বাবা 

তোমার সাথে হাঁটতে চাই,

আমি তোমার হাতটা ধরে 

নীল আকাশটা দেখতে চাই।


কতদিন হয় বাবা আমি 

তোমার সাথে চলি না,

কত কথা মনের ভেতর 

মন খুলে তা বলি না।

রাগ করোনা আমার সাথে 

তোমার কাছে ক্ষমা চাই।।


তুমি আমার বন্ধু বাবা 

তোমার সাথে রক্তের বাঁধন,

তোমার পরশ পাবার জন্য 

কান্দে আমার দুই নয়ন।

মন ডেকে যায় বাবা বাবা 

তোমার কোন সাড়া নাই।।


তোমার মত কেউ রাখে না 

আমার খবর বারে বার,

তুমি ছাড়া এই পৃথিবী 

আমার কাছে অন্ধকার।

তোমার জন্য বিরহী মন 

পুড়ে পুড়ে হলো ছাই।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান