শোনো শোনো

 শোনো শোনো

খাদিজা বেগম 


শোনো শোনো অহংকারী 

আমার বোকা মনটা শোনো,

আমি একজন অক্ষম মানুষ 

ক্ষমতা নাই আমার কোনো।


সব ক্ষমতার মালিক তিনি 

আমি তার হুকুমের দাস,

তার হুকুমে বেঁচে আছি 

তার হুকুমেই হবো যে লাশ।

তার পলকের বাইরে যেতে 

আমি পারব না কখনো।।


যার বদনে কথা বলি 

যার নয়নে আমি দেখি,

যার চরণে হেঁটে চলি

তারে যায় কি দেওয়া ফাঁকি?

তার ছবিটা এই হৃদয়ে

সত্য রঙে রয় ছাপানো।।


তিনি আমায় খাওয়ালে খাই

না খাওয়ালে উপবাসে,

আমাকে সে ক্ষমা করে

তার করুনায় ভালবাসে।

তার চরণে আমার জীবন 

মরন কোরবানি হয় যেনো।।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান