একা একা তোর বিরহে

 একা একা তোর বিরহে 

খাদিজা বেগম 


একা একা তোর বিরহে

আহাজারি করে এই মন,

আমার ব্যথা বুঝিস না তুই 

বন্ধুরে তুই জানি কেমন??


দিনের পরে দিন চলে যায় 

রাতের পরে রাত চলে যায়, 

আর কতকাল কাঁদবো আমি 

বন্ধুরে তোর আশায় আশায়।

আসবি বলে আসিস না তুই 

মিথ্যা বলিস যখন তখন।।


ভিতরে চাই বাহিরে চাই

মনে প্রানে চাই যে তোরে,

তোর গভীরে ডুবে যেতে 

ভিতর বাহির জ্বলে, পুড়ে।

তোর বিরহে কেঁদে কেঁদে 

অন্ধ হইবো কি এই নয়ন??


আয় ফিরে আয় আমার কাছে 

চাইনা দামি শাড়ি, চুড়ি, 

তোর কারনে মন দেওয়ানা 

এই পাগলিটা শুধু তোরী।

আর কেমনে বুঝাই তোরে 

তোরে আমার খুব প্রয়োজন।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান