অপবাদ দেয় যদি লোকে
অপবাদ দেয় যদি লোকে
খাদিজা বেগম
অপবাদ দেয় যদি লোকে
দেউক না আরও, দেউক না আরও,
তুমি শুধু আমারি প্রেম
তুমি নও তো অন্য কারও।।
তোমায় আমি ভালোবাসি
লোকের কথায় কি আসে যায়,
আমার ভালো চায়না লোকে
তোমায় আমার হৃদয়ে চায়।
প্রেমের কথা বলো প্রিয়
লেখক কথা এখন ছাড়ও।।
লোকের কথায় প্রেম ছেড়েছে
এমন প্রেমিক কি কেউ আছে?
লোকে যত বাঁধা দিবে
ততই আমরা আসবো কাছে।
এই দুজানার মিল করে দাও
যদি তোমরা কেহ পারও!!
আমরা দুজন দুজনারি
থাকবো জনম জনম ধরে,
ভালোবেসে বেঁচে থাকবো
ভালোবেসে যাবো মরে।
মরার ভয়ে প্রেম ছাড়বো না
যদি ওগো আমায় মারও।।
Comments
Post a Comment