বেকার
বেকার
খাদিজা
এই অফিসে ঐ অফিসে
ছুটে চলি চাকরির আশায়,
লাখে পাবে একজন চাকরি
অন্যদের দিন যায় হতাশায়।
কেউ বোঝে না মোর যন্ত্রণা
বেকার জীবন খুব বেদনার,
দিবানিশি হৃদয় কাঁদে
কোনো শব্দ নেই সেই কান্নার।
মূল্যহীন সব বেকার জীবন
দাম মেলে না এই দুনিয়ায়।।
চাকরির পিছে ছুটতে ছুটতে
মনের মানুষ মোর চলে যায়,
রাখতে পারি নাই তো তারে
ভাগ্যের কাছে আজ নিরুপায়।
ভালবাসার বাঁধন ছিড়ে
শূন্য হৃদয় করে হায় হায়।।
বেকার বেকার আমি বেকার
চারিদিকে খুব অন্ধকার,
টেনে হিচরে চলে না আর
ভাই, বোন, পিতা-মাতার সংসার।
আমি এখন মস্ত বোঝা
আমার পিতা-মাতার মাথায়।।
Comments
Post a Comment