একটু দাড়াও

 একটু দাড়াও

খাদিজা বেগম 


একটু দাড়াও, হে রূপসী

তোমায় আমি ভালোবাসি,

মনে মনে মন টানে খুব 

তাইতো তোমার কাছেই আসি।।


বকো জকো যাই কর না 

তোমার সবই ভালো লাগে,

দিবানিশি তোমার সাথে 

আমার থাকার ইচ্ছা জাগে।

পথ ভুলিয়ে দেয় আমাকে 

তোমার মুখের মিষ্টি হাসি।।


ইচ্ছে হলে শালিস বসাও 

মামলা করো আমার নামে, 

জানুক জানুক এই পৃথিবী 

আমি পাগল তোমার প্রেমে।

মালা দিও আমায় তুমি 

না হয় দিও আমায় ফাঁসি।।


তোমার প্রেমে মরতে রাজি

 ছাড়তে রাজি না তোমাকে, 

তুমি যেন আমার নিঃশ্বাস 

এই প্রাণ বাঁচে না নাদেখে।

নির্লজ্জ মন তোমার প্রেমে 

বারবার বলে ভালবাসি।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান