হায়েনার দল

 হায়েনার দল

খাদিজা বেগম 


দিন দুপুরে হামলা হলো 

কেউ দেখেনি হামলাকারী,

বিবেকে শূন্য মানুষগুলো 

কেউ হলো না মামলাকারী।


চোখ থাকিতেও দেখলো না কেউ 

কান থাকিতেও শুনল না কেউ,

এই সমাজে চলছে এখন

সত্যের ওপর কুত্তার ঘেউ ঘেউ।

কানা, বধির, অন্ধ সমাজ

কেউ শুনে না আহাজারি।।


মানব সমাজ দখল নিল 

এখন হিংস্র হয়েনার দলে,

মানুষগুলো অসহায় তাই 

ভেসে যাচ্ছে চোখের জলে।

সব কিছুরই সীমা আছে 

আর কারিস না বাড়াবাড়ি।‌ 


অতি বাড় বাড়িস না কেউ 

ভেঙে যাবি ঝড় তুফানে,

কত রাজা মহার রাজা

পুড়ে গেলো ওই শ্মশানে।

রাস্তার কুত্তার মত কেন 

রাস্তায় করো মারামারি??


স্বাধীন দেশে জন্ম নিয়েও 

তোরা কাদের পোষা কুত্তা?

লাখ মানুষ শহীদ হয়ে

এনে দিলো যে স্বাধীনতা।

সেই শহিদের দুশমন তোরা 

তোরা জালিম অত্যাচারী।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান