এটাই চলছে

 এটাই চলছে

খাদিজা বেগম 


চাঁদাবাজা আর ঘুষখোরেরা 

এখন আছে অনেক তুঙ্গে,

জ্ঞানীগুনি জেলে আছে 

এটাই চলছে এখন বঙ্গে।।


রাজপথে আজ পাগলা কুকুর

যখন-তখন কামড়ে ধরে,

মানুষগুলো খুব অসহায়

আহাজারি করে মরে।

চোর পুলিশের জোট বেঁধেছে

কেহো নেই আজ সত্যের সঙ্গে।।


দলে দলে দলাদলি 

কেউ ভাবে না দেশের কথা,

রাজনীতিতে নাই গনতন্ত্র

ষড়যন্ত্রকারি নেতা।

আয় ছুটে আয় মুগুর নিয়ে 

কুকুরের দাঁত দেবো ভেঙ্গে।।


ভয়ে ভয়ে না মরিয়া 

আমরা লড়াই করে মরবো,

মরার আগে দেশমাতাকে 

নৈতিকতার সাথে গড়বো।

সত্যের পক্ষে উঠে দাঁড়াও 

মানব রক্ত থাকলে অঙ্গে।।


সত্যি কারের মানুষেরা

কোনদিনও তো মরে না,

অত্যাচারী জালিম যারা 

তাদের কভু তো ছাড়ে না।

তাদের সাথে জাগ্রত চোখ

তারা রঙিন বীরের রঙে।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান