বিবেকের আয়নাতে

 বিবেকের আয়নাতে

খাদিজা বেগম 


ব্যস্ত দিনের পরে রাতে দেখি বিবেকের আয়নাতে,

আমাকে চোখ রাঙ্গায় ভয়ংকর এক হায়নাতে।


আমার ভেতরে বাহিরে নাই নাকি মানুষের বৈশিষ্ট্য?

আমি নাকি হায়েনার চেয়েও আরো বেশী নিকৃষ্ট।


আমায় ডেকে কুকুর বলে আমরা হলাম প্রভু ভক্ত,

তুই মানুষ প্রভুর সামনে পান করো মানুষের রক্ত।


কুকুরের কাছে সবার চেয়ে দামী তার প্রভুর কথা,

তোর প্রভুর কথার চেয়ে দামী তোর অর্থ ক্ষমতা।


মুখে মুখে মধু ঢালিস আর মনে মনে বিষ রাখিস,

অন্যের দোষ প্রকাশ করে তুই নিজের দোষ ঢাকিস।


সমাজ ভালো রাষ্ট্র ভালো অনেক ভালো এই পৃথিবীটা,

মানুষ ভালো বাহিরে লোভ লালসায় নোংরা ভিতরটা।


যে ভিতরে বাহিরে ভালো সেই সৃষ্টি জগতের শ্রেষ্ঠ,

আয় ফিরে সরল পথে থাকিস না আর পথভ্রষ্ট।


অন্যের ভাসিয়ে দুই নয়ন তুই কর মনোরঞ্জন,

এমন তো হতে পারে না কভু কোন মানুষের জীবন।


তুই নিজেকে শুধরে নে শুধরে যাওয়া মানুষের কাজ,

মানুষগুলো শুধরে গেলেই সুখে ভরবে এই সমাজ।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান