আত্মীয়

 আত্মীয়

খাদিজা বেগম 


তুমি যাদেরকে আত্মীয় ভাবো 

তারা সকলেই তো আত্মীয় না,

সেই তো আত্মীয় বিপদের দিনে 

যে তোমারে কভু একা ছাড়ে না।।


কোনদিনও ভুলে যেওনা গো তুমি

কাহারো আদর যত্ন দেখে,

প্রয়োজন শেষে ছুড়ে ফেলে দিবে

তোমার ভিতরে কষ্ট মেখে।

অপ্রয়োজনীয় ফেলানো টিস্যুর

দিকে কেহ কভু ফিরে দেখেনা।।


আত্মীয় হতে আত্মা লাগেরে

আরো লাগে ত্যাগে ভরা হৃদয়,

আত্তার মিলে আত্মীয় হয়

শুধু রক্তের বাঁধনে নয়।

আত্মীয়দের ভুল ত্রুটি কভু 

আত্মীয়দের মনে থাকে না।।


আত্মীয়তার বাঁধন কখনো

স্বার্থের টানে ছিড়ে যাবে না,

মানুষ হবে তো মানুষের মতো

ফেরেস্তা ভেবে ভুল করো না।

নিজের অর্থ, সম্মান রাখো 

নিজ দায়িত্বে কাউকে দিওনা।।


খোলা রেখ চোখ, বিবেক বুদ্ধি

হিসাব রেখিও সব বিষয়ে,

হিসাব বিহনে তোমার জীবনে

দুর্দশা আসবে এক সময়ে।

যে তোমাকে খুব বিশ্বাস করে

তার বিশ্বাস ভেঙে দিওনা।।



Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান