অন্তর্যামী
অন্তর্যামী
খাদিজা বেগম
আমার মাঝে তুমি থাকো
তোমার মাঝে থাকি আমি,
তবু কেনো দেখা দেয় না
কেন তোমার এই পাগলামি??
চোখে চোখে রাখো তুমি
তবু কেন হই পথভ্রষ্ট?
তুমি আমার সুখের রাজ্য
তবে কেন এত কষ্ট??
লোভ লালসা ছেড়ে দিয়ে
কেমনে মানুষ হবো আমি??
আমার চেয়ে ভালই জানো
আমার ভিতর বাহির সবি,
আমায় চলাও তোমার মতে
এটাই শুধু আমার দাবি।
পথ হারিয়ে যাবে আমার
আমার মতে চললে আমি।।
তোমার হাতেই কর্ম করি
তবু কেন হয় অপরাধ?
ভুল করিতে চাইনা আমি
ভুল হয়ে যায় তবু দিন রাত?
যেমনি চালাও তেমনি চলবো
মাফ করে দাও অন্তর্যামী।।
Comments
Post a Comment