Posts

Showing posts from September, 2022

আজ বহুদিন পর (গান)

 আজ বহুদিন পর খাদিজা বেগম  আজ বহুদিন পর আমায় তুমি প্রশ্ন করলে কেমন আছো? তার উত্তর না দিতেই আবার আজও আমায় ভালবাসো? কন্ঠ আটকে আছে আমার হাত নাড়িয়ে জানালাম না, তোমার সাথে কথা বলা এখন আমার আর সম্ভব না। তোমার সাথে বললে কথা লোকে করবে কানাঘুষো।। যখন তুমি আমার ছিলে ছিলনা তো এত মায়া, এখন তুমি অন্য কেহ দেখতে চাইনা তোমার ছায়া। যাও চলে যাও বহুদূরে  সুখের জলে গিয়ে ভাসো।। আমি এখন কেমন আছি  তাতে তোমার কি আসে যায়? যখন ভাবার কথা ছিল তখন ভাবোনি তো আমায়! যা হবার তা হয়ে গেছে জ্যান্ত মরা হয়ে আছি। পৃষ্ঠা - ৫

পাক কালিমা - গান

 পাক কালিমা খাদিজা বেগম  পাক কালিমা পড়লেই মুখে যে কেউ হয় না মুসলমান, সেই মুনাফিক যার ভিতরে নাই পবিত্র আল-কোরআন।। তার কালিমায় কি আসে যায় যার কথা ও কাজে দুই, সেই মুনাফিক নয় তো মানুষ দূরে থাক তার থেকে তুই। তোর ভিতরের লোভ লালসা তুই দে তারে বলি দান।। মুসলমানের এমনি ধারা লোক ঠকায় না তারা, আল্লার জন্য বাঁচে থাকে আল্লার জন্যই যায় মারা। নিজের করে রাখে ঈমান তাও মহান আল্লাহর দান।। এই দুনিয়ার মালিক আল্লাহ আমরা তাহার দাস দাসী, তার হুকুমি করবো তামিল তা যদিও হয় ফাঁসি। অর্থ সম্পদ জীবন গেলেও যেতে দেবনা ঈমান।।

শুনেছি - গান

 শুনেছি- গান  খাদিজা বেগম  শুনেছি  রাত পোহালেই সূর্য ওঠে  সবারে দেয় আলো, আমার রাত্রি পোহায় না ক্যান? সবই কেন কালো? শুনেছি  রাত পোহালেই পুষ্প ফোটে দেখিতে বেশ সুন্দর, আমার পুষ্প ফোটে না ক্যান? সবি দেখি আন্ধার। রঙে রঙে রঙিন চারপাশ  দেখতে সবই ভালো।। শুনেছি জ্বললে আগুন আলো ছড়ায়  পুড়ে পুড়ে হয় ছাই, জন্ম থেকে জ্বলছি আমি  আলোর দেখা তো নাই। আমি আরো জ্বলিতে চাই জ্বালানি তৈল ঢালো ।। শুনেছি মেঘের শেষে বৃষ্টি আসে  আকাশ হয়ে যায় নীল, দুঃখের শেষে কান্নায় ভেসে  খুশি হয়ে যায় দিল। সবার চোখে রং ধনুর রং আমার শুধু কালো।।

তুমি হাসলে

 তুমি হাসলে খাদিজা বেগম  তুমি হাসলে হেসে উঠে  তোমার নাকের নাকফুল, তুমি নাচলে নেচে ওঠে তোমার কানের ঐ দুল। হাসো হাসো রে ও কান্না  নাকে নাকফুল দিয়া, নাচো নাচো রে ও কান্না কানেরি দুল দিয়া। তোমার নাচন দেইখা যেন তোমার সে হয় ব্যাকুল।। অঙ্গ যেন ভরা নদী  চলনে-তে উর্মী, পাগল করা এমন নাচন  নাইচোনা আর তুমি। তোমার নাচন দেইখা মনে ঝড় উঠে যায় তুমুল।। তোমার হাসি অমর থাকুক  হয়না যেন মলিন, সুখ আনন্দে ভরে থাকুক  তোমার প্রতিটা দিন। গ্ৰীষ্ম,বর্ষা, শীতেও তুমি সব ঋতুতেই শিমুল।।

এই ধরাতে - গান

 এই ধরাতে খাদিজা  এই ধরাতে সেই তো ধনী  যাহার আছে স্বাভাবিক মন, এই দুনিয়ার শান-শওকতের কিছুই নেই তার প্রয়োজন।। সে জানে তার মূল্য কত কেউ পারেনা তাকে কিনতে, যে চিনেছেন নিজেকে মন তাকে হয়না অন্যকে চিনতে। এই জগতে শান্তির বার্তা  নিয়ে আসে তারা আগমন।। এই দুনিয়া সেই তো মানুষ যারে দেখলে জাগে না ভয়, যার কাছে অনায়াসে  প্রত্যেকে পায় স্বস্তির আশ্রয়। যে জানে তার লালসাকে বিবেক দিয়ে করতে দমন।। তার হাত করে না অপরাধ পা চলে না অন্যায় পথে, তার জীবনে সে চলেছে শুধু তার স্রষ্টা মতে।। সে জানে তার স্রষ্টার কাছে কোন কিছুই রয় না গোপন।।

লাইলি লাইলি - গান

 লাইলি খাদিজা বেগম  লাইলি লাইলি মনটা আমার  মজনু মজনু করে মরে, মজনু রে ও মজনু আমার আর থেকো না দূরে সরে। মজনু মজনু নাম ধরিয়া ডাকি মধুর সুরে সুরে, ভালোবেসে ছুটে এসো থেকো না আর দূরে দূরে। তুমি ছাড়া সুখ লাগে না দুঃখ ভরা এই অন্তরে।। চুপি চুপি চুরি করে  নিয়ে গেলে আমার মনটা, মন হারিয়ে পাগল আমি  তোমায় খুজি ২৪ ঘন্টা।  হাত বাড়ালে পাই না তোমায়  থাবো আমার মনের ঘরে।। মন হারানো উদাসিনীর প্রাণটা যেন এখন যায় যায়, কি করে যে বুঝাই আমি  প্রাণটা শুধু তোমাকে চায়। রাত কাটেনা দিন কাটেনা আয়রে মজনু আয় আয় আয় রে।।

বুকের ব্যাথায় - গান

 বুকের ব্যাথায় খাদিজা বেগম  বুকের ব্যাথায় আঁতকে উঠি ঘুমের ঘোরে রোজ কান্দিয়া, তুমি আমি দুই বাসিন্দা কি লাভ হলো ঘর বান্দিয়া। সুখের আশায় যে হাত ধরলাম তাতে পেলাম শুধু ব্যাথা, কথা দিয়ে রাখলানা তো  তুমি তোমার কোন কথা। বিশ্বাস করে যে মন দিলাম  কি সুখ পেলে তা ভাঙিয়া।। তোমার ভাবনা রাখতে মানায়  জানি আমার এই অন্তরে, তবুও তো কেমন আছো  আমার জানতে ইচ্ছে করে? মনে আমার আশা ছিল  জীবন কাটবে তোমায় নিয়ে।। সেই তুমি আজ কত দূরে জানিনা তার কোন খবর, জিন্দা থাকতে মরে গেলাম বুকে দিলাম সুখের কবর।। হাসিগুলো হারাই গেছে  কান্দি এখন রাত জাগিয়া।।

আসবে আসবে - গান

 আসবে আসবে খাদিজা বেগম  আসবে আসবে বলে বন্ধু  তুমি আজও তো এলেনা, কাছের মানুষ দূরে থাকলে  বুকটা জ্বলে সুখ মিলে না। রাত্রি আসে ঘুম আসে না  আমি তখন চোখ বুঁজে চুপ,  মনে মনে মনটা তখন  তোমাতে চুপ করে দেয় ডুব। কেমন করে বোঝাই তোমায়  তুমি ছাড়া শ্বাস চলেনা।। কত জ্বালা যন্ত্রণাতে  জ্বলি পুড়ি হাসি মুখে, কেউ দেখেনা আমার কান্না  সবাই দেখে আছি সুখে। কতদিন হয় হয়না বন্ধু  ভালোবাসার লেনা দেন।। মাঝে মাঝে তোমায় ভেবে  আমি হয়ে যায় উদাসী, যার নাই দয়া মায়া কেন আমি তারে ভালোবাসি? প্রেম বিরহে দগ্ধ হৃদয়  কন্ঠে কথা আর বলে না।।

জীবনের নাম - গান

জীবনের  খাদিজা বেগম  জীবনের আর এক নাম পানি সেই পানিতে রয় যদি বিষ, বাঁচার বদলে মারবি রে তুই  থাকবেনা তোর কোন হদিশ। তেমনি হলো ভালোবাসা  যাহা ছাড়া বাচেনা মন, অপবিত্র ভালবাসায় মনুষত্বের হয় গো মরণ। ভালবাসার মালিক যিনিনষ তারে জানাই অশেষ কুর্নিশ।। মানব সৃষ্টি করে তিনি  সৃষ্টি করলেন তার মানবী, যার জন্য যা প্রয়োজন না চাইতেই তা দিলেন সবি। তবু মানব অকৃতজ্ঞ তারে ভুলে রয় অহর্নি।। কোরআন দিল শিখার জন্য   সময় হয়নি হাতা শিক্ষার, জন্ম মৃত্যু দুইয়ের মাঝে  সময় চলছে তোর পরীক্ষার। কর্মফল তোর সঙ্গে যাবে  যদিও তুই তাহা না নিস।।

আসবে আসবে - গান

ভুবন নামের - গান

 ভুবন নামের  খাদিজা বেগম  ভুবন নামের বৃক্ষ ডালে  আমি একটি ক্ষুদ্র পাতা, কয়েকদিন পর ঝরে যাব ভুলবে সবাই আমার কথা। আজকে আমি অনেক সবুজ  কালকে হব হলুদ হলুদ, পরশু হব বাদামি রং  তোরস্যু আমায় ডাকবে মাবুদ। এই দুনিয়ার মায়ায় পরে কান্দিস নারে মন অযথা।। এই ভুবনের মালিক একজন  আমরা সবাই তারি গোলাম, তার গোলামী ভুলে গিয়ে অকৃতজ্ঞ কেন হলাম? জবাবদিহি করতে হবে  নড়চড় হবে না তার কথা।। মালিক ছাড়া নাই কোন পথ  বেশি বুঝলে হবে বিপদ, জেনেশুনে মানিয়া লও মহান আল্লাহর কুরআনের পথ। তার চরণে কান্দোরে মন মক্কার দিকে ঠেকাও মাথা।।

কত করে - গান

 কত করে খাদিজা বেগম  কত করে করলাম মানা আমায় ছেড়ে যাসনা দূরে, এখন আমার প্রাণ বাঁচে না দিবানিশি মনটা পুড়ে। তুই বিহনে মরে যাব আয় ফিরে আয় এই বুকেতে, কত নিশি জেগে রইলাম ঘুম আসে না এই চোখেতে। কোথায় কোথায় খুজবো তোরে  পাগল হইলাম ঘুরে ঘুরে।। কত কথা হইছে জামা তুই ছাড়া আর নেই তো শোনার, তুই বুঝি গো ঘুমের ভরি ঘুম আসে না তাইতো আমার। তোর বিরহ ঘুনের মত কলিজা খায় কুরেকুরে।। মন কাঁদেরে এই মন কাঁদে তোরে দেখার ইচ্ছা জাগে, একটি নজর দেখবো তরে আয় ফিরে আয় মরার আগে। শত্রুর মতো দিলি ব্যাথা  ওরে আমার প্রাণ বন্ধুরে।।

মা গো মা- গান

 মা গো মা   খাদিজা বেগম  মা গো মা  পায়ে পরি শপথ করি  বলবো না আর এমন কথা, যে কথাতে ভিজিয়া যায়  ওমা তোমার চোখের পাতা। মা গো মা   আমায় তুমি মাফ করে দাও  দোয়া ছাড়া কিছু চাই না, সব ছাড়িয়া এলাম ফিরে  দুই চরণে ঠাই দিও মা। তোমার ছায়ায় জান্নাতের সুখ  দূর হইয়া যায় সকল ব্যথা।। মা গো মা  ভালোবাসি অনেক বেশি  বাসতে দিও তোমায় ভালো, দুই নয়নের মনি তুমি তুমি আমার চোখের আলো। মাগো তুমি বটো বৃক্ষ  ঝড় বৃষ্টিতে আশ্রয় দাতা।। মাগা  দেখলে তোমার মুখে হাসি  আনন্দে মন নেচে ওঠে  মরে যাওয়া আশা গুলো  যেন ফুলের মত ফোটে। জুরাইয়া যায় এই দেহ মন  তোমার কোলে রাখলে মাথা।।

কিসের এত - গান

 কিসের এত খাদিজা বেগম  কিসের এত অহংকার তোর  ওরে ওমান অহংকারী? আজ মরলে কাল দুই দিন হবে ও তোর মিথ্যে জমিদারি। কার জমিতে ঘর বানাইয়া  হইছো রে তুই বাড়ি ওয়ালা, দালান কোঠায় থাকবি না তুই  রাখবে তোরে মাটির তলা। পাপের বোঝা নায় তো সোজা  করিস না তা পাপে ভারী।। গরুর গোশত হারাম খাইলি  ও মন ঘুষের টাকা কিনে,  প্রাণীর মতো বিক্রি হইলি  নিজেরে না নিজে চিনে। তোর মাঝে নাই মনুষ্যত্ব  অনেক আগে গেছে ছাড়ি।। হারাম টাকা আরাম হয় না পাবিরে তুই পাপের সাজা, তোর সন্তানে করবে মজা তোর ওই রাজ্যে হবে রাজা। পাপের সম্প নিয়ে করবে তোর সন্তানে মারামারি।।

প্রেমে প্রেমে - গান

 প্রেমে প্রেমে খাদিজা বেগ প্রেমে প্রেমে ভরলে হৃদয়  ধীরে ধীরে প্রেমিক জ্বলবে, প্রেম আগুনে পুড়ে পুড়ে  তার প্রেমিকার মনটা গলবে। জলে জলে মেঘ ভরিলে  ঝমঝমিয়ে বৃষ্টি নামবে, কানায় কানায় ভরলে নদী তবেই নদীর জোয়ার থামবে। প্রেমের পথে আসবে বাঁধা  নিন্দুকেরা কথা বলবে।। প্রেমিক নয়ন হবে শ্রাবণ  নয়নের ঘুম যাবে ভেসে, রাত্রির পরে সকাল হবে  আশার রবি উঠবে হেসে। পবিত্র মন সারা জীবন  পবিত্র পথ ধরে চলবে।। জোর জুলুমে হয় না রে প্রেম প্রেমের সৃষ্টি হয় আপসে, পবিত্র প্রেম শেষ হইয়া যায় অপবিত্র সঙ্গ দোষে। প্রেম জ্বালায় জ্বলবে প্রেমিক  তবু না ভুল পথে টলবে।।

মধুমতি - গান

 মধুমতি খাদিজা বেগম  মধুমতি মধুমতি  ও ----গো আমার মধুমতি  মিটাও আমার প্রেম পিপাসা, ডুবিতে দাও তোমার বুকে  যেথায় মধুর ভালবাসা। প্রেমে কাতর পিপাসিত  ফাটিয়া যায় যেন এই বুক, দয়া করো মধুমতি দাও নিতে দাও আমাকে সুখ। আমি মরি ছোট ফাটাই তুমি করো কি তামাশা?? অতল সাগর সুখের সিন্ধু  ও সব কিছু চাই না আমি, স্বপ্নে দেখা মধুমতি শুধু তোমায় চাইগো আমি। যার অভাবে অভাবী মন  তাহা তোমার কাছে ঠাসা।। তোমার জলটা মধুর মত  আমি যতই করেছি পান, ততই জাগে প্রেম পিপাসা  তোমায় বীনে বাঁচে না প্রাণ। তুমি আমার মরুর বুকে  জাগালে প্রেম ভালোবাসা।।

ভালোবাসা - কবিতা

 ভালোবাসা - কবিতা  খাদিজা বেগম  ভালোবাসা নয় আকাশের তারা  হারিয়ে যাবে সে দিবার পরশে, ভালোবাসা নয় সাগরের উর্মি অদৃশ্য হবে সে কুলে কুলে এসে। ভালোবাসা হলো মনের বন্ধন  দুটি হৃদয়ের এক অনুভূতি, ভালোবাসা থাকে যাহার ভিতর  সে তো কাছে রায় হয়ে চির সাথী। ভালোবাসা নয় ক্ষনিক আবেগ কিছু সময়ের পরে যাবে ভুলে, ভালোবাসা নয় অদৃশ্য প্রাণ  ফিরবেনা আর একবার গেলে। ভালোবাসা শ্রেষ্ঠ, নিকৃষ্ট পরশে কখনো করোনা তার অপমান, ভালোবাসা ভালো রেখো যত্ন করে  ভালোবাসা ছাড়া বাঁচেনা তো প্রাণ।। অক্ষরবৃত্ত ছন্দে ৬+৬+৬+৬

দিনে রাতে - গান

 দিনে রাতে খাদিজা বেগম  দিনে রাতে এত ব্যস্ত  ফুরায় না তোর ব্যস্ততা, হাজার জ্বালা যন্ত্রনাতে  পাও না একটু সুস্থতা। ২৪ ঘন্টা তোর অপেক্ষায় মসজিদের ঐ খাটিয়া, তৈরি কুঠার তোরে দেবে  কবরের বাঁশ কাটিয়া। সবার কর্মে ব্যস্ত থেকে  মিস করলি তোর নিজ কথা।। বড়ই গাছটা বড় হইছে সাবান আইছে দোকানে,  চলে যাবার সময় হইছে  থাকবি না আর এখানে। এখনো তো এক হইলো না  মন আর মুখের একতা।। ঘ্রাণ সাবানে দূর হবে না  পাপ কলবের দুর্গন্ধ, জেনে, বুঝে খাইছো সুদ, ঘুষ করছো আবার গালমন্দ। মিথ্যা দিয়ে জীবন ভরলি খুঁজলি না তোর শততা।।

লোভ লালসা - গান

 লোভ লালসা  খাদিজা বেগম  লোভ লালসা, ভয় করো মন  ভয় করো না কোন মৃত্যু, মৃত্যু তোমার বন্ধু লাগে, লোভ লালসই বড় শত্রু। হিংসা, নিন্দা ভয় করো মন ভয় করো না দারিদ্রতা, দারিদ্রতা পরীক্ষা নেয়  পাশ করিতে চায় সততা। অহংকার আর প্রতিহিংসা  এই জীবনের চির শত্রু।। অপকর্মে লজ্জিত হও  লজ্জা করো না সৎকর্মে,  সত্য ধর্ম মেনে চলো এটাই আছে মানব ধর্মে। নামাজ, রোজায় লাভ হবে না  ফেললে অন্যায় ভাবে অশ্রু।। অসুস্থতা ভয় করো না  ভয় করো না দুঃখ, কষ্ট, কষ্ট সহে মানুষ হবে  শ্রেষ্ঠ হতে আরও শ্রেষ্ঠ। তারে তুমি ভয় করো মন  যাহার হাতে জন্ম মৃত্যু।।

মুখে মুখে ভালোবাসা - গান

  মুখে মুখে ভালোবাসা খাদিজা বেগম  মুখে মুখে ভালোবাসা  অভিনয়ে মনটা পণ্য, তাই দেখিয়া আজ দুঃখী সমাজ  সুখ শান্তিহীন নীতি শূন্য। এজন্য যে আমরাই দায়ী  এই সমাজের কোন দোষ নাই, ভবিষ্যতের কথা ভেবে  এসো আমরা ঘুরে দাঁড়াই। সেনোহ প্রীতি ভালোবাসায় জীবন গড়ি শান্তিপূর্ণ।। ত্যাগে ত্যাগে হব ত্যাগি  খুশি করব ভাগাভাগি, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে  সৎ মনোভাব নিয়ে জাগি। অসহায় আরো দুখের প্রতি  হবনা কেউ ব্যাঙ্গপূর্ণ।। আমরা সবাই মানুষ হলে  কেউ রবে না কোন দুঃখে,  মানব সমাজ হবে সুখী  থাকবে সবাই স্বর্গের সুখে।  ইচ্ছে জাগাও আমরাই গড়ব সভ্য সমাজ অর্থপূর্ণ।।

ভাই বড় ধন - গান

 ভাই বড় ধন খাদিজা বেগম  ভাই বড় ধান রক্তের বাঁধন  তারে দেখলে জুড়ায় নয়ন, ভাইয়ের মত হয় না কেহ  একজন বনের কাছে আপন। বাবার মত ভাইটি আমার  ভালো মন্দে রাখে খবর, বিপদ কালে শান্তনা দেয়  ও বোন আমার তুই ধৈর্য ধর। বাবার পরে ভাইয়ের স্থান  মান্য করি ভাইয়ের শাসন।। এক মায়েরি গর্ভ হতে  এসেছি এই পৃথিবীতে, তাইতো চলে মান অভিমান আনন্দ হয় তার কৃতিত্বে। ভাই আমার ভাই, ভাইকে নিয়ে  বোনের চোখে শত স্বপন ।। ভাইয়ের সম্মান বোনের চাওয়া ভাইয়ের গর্বে গর্বিত বোন, ভাই ছাড়া বোন জ্যান্ত মরা  সকল বোনের ভাই প্রয়োজন। বোনের প্রতি কেউ রাখে না  এত খেয়াল ভাই এর মতন।।

ত্যাগের মাঝে - গান

ত্যাগের মাঝে খাদিজা বেগম  ত্যাগের মাঝে যে আনন্দ তাহা ভোগের মাঝে নাই, ভোগ বিলাসী জীবন ছেড়ে  আমি ত্যাগি হতে চাই। আজকে খেলে অন্যের হক মন কালকে খাবে তোরে সাপ, মানুষেরে কষ্ট দিয়া  নিস নারে তুই অভিশাপ। দেবার মাঝে যে আনন্দট তাহা নেবার মাঝে নাই।। নৈতিকতা ছাড়িয়া মন করিস না পাপের কামাই, শেষ বিচারে ফেঁসে যাবি পাবিনা মন তুই রেহাই। দেয়া নেয়ার হাতের মধ্যে উত্তম দেবার ঐ হাত টাই।। তোর ঐ মাংস পচে যাবে  হাড় গুলো সব খসিবে, তোর বিরুদ্ধে সাক্ষী দিতে  অঙ্গ গুলো আসিবে। চোখ বুজিয়া দেখ ভাবিয়া  করিস না মন তুই খাইখাই ।।

শীতের সকালে - গান

 শীতের সকালে খাদিজা বেগম  শীতের সকালে সূর্যকে পেলে  হারায় যেমন করে কুয়াশা, তেমনি হারাতে চাই আমি তোমাতে যদি এতটুকু পাই ভালোবাসা। বর্ষা বাদলে জোয়ারের জলে  ডুবিয়া হারায় নদীর কূল, তেমনি হারাতে চাই আমি তোমাতে   যদি পাই তোমার প্রেমের ফুল। প্রণয় জলেতে ডুবে ডুবে আমি  মেটাবো আমার প্রেম পিপাসা।। বসন্ত কালে ফুলে অলি এলে  খুশিতে হারায় ফুলের মধু, তেমনি হারাতে চাই আমি তোমাতে  যদি পাই তোমার প্রণয় শুধু। প্রনয়ের হাত ধরিয়া হারাবো মিটাবো মনের গোপন আশা।। ওই শরৎকালে সাদা মেঘ পেলে  আকাশ হারায় তাহার নীল, তেমনি হারাতে চাই আমি তোমাতে  যদি পাই তোমার মনের মিল। তোমার ভিতরে হারিয়ে নিজেকে বেঁধেছি যতনে প্রেমের বাসা।।

তুমি সাড়া দাও - গান

 তুমি সাড়া দাও খাদিজা বেগম তুমি সাড়া দাও বা না দাও তবু আমি তোমায় ডাকবো, তুমি আসো আর না আসো  আমি তোমার আশায় থাকবো। তোমার জন্য জেগে জেগে  একের পর এক রাত পোহাবো,  তোমার কথা ভেবে ভেবে  দিনের পর দিন গুনে যাবো। ঘৃণা করো যদি আরো তবু আমি ভালোবাসবো।। তোমার দেয়া অনল দিয়ে  যুগ যুগ ধরে পুড়বো দেহ, জ্যান্ত মরা হয়ে থাকবো  জনাবে না তা অন্য কেহ। যদি যাও দূর থেকে দূরে  আমি তোমার কাছে আসবো।। তোমার আশায় আশায় থেকে  আমি যদি যাইগো মরে, মরার পরেও চাইবো তোমায়  আমার আল্লাহ পাকের তরে। এই হৃদয়ের মাঝ খানেতে খুব যতনে তোমায় রাখবো।

তুমি যদি জানতে - গান

 তুমি যদি জানতে খাদিজা বেগম  তুমি যদি জানতে ওগো তোমার থাকা নীরবতা, আমায় করে একা মিনিটে সহস্রবার নির্মম হত্যা। দূরে দূরে থেকো না আর থাকো আমার পাশাপাশি, তোমার জন্য নিজের ঘরে আজ হয়েছি বনবাসী। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে  না শুনিলে তোমার কথা।। তুমি জানো না গো প্রিয় না পেলে হায় তোমার ক্ষমা, এই পৃথিবীর সব যন্ত্রনা  আমার ভিতর থাকে জামা। বুকটা জুরে চিন চিন করে  সূচনা হয় মরন ব্যথা।। তুমি ছাড়া দিশেহারা  চোখের জলে ভেসে যাই রোজা, তবু আমার কাছে এসে একটিবারো নিলেনা খোঁজ। আমি মরে গেলে কি গো  ভাঙবে তোমার নীরবতা??

ও ও আল্লাহ্ - গান

 ও ও আল্লাহ্ খাদিজা বেগম  ও ও আল্লাহ্, আল্লাহ্ গো ও ভাসাও যদি থাকবো ভেসে,  আবার তুমি ডুবাও যদি ডুবে যাবো তলো দেশে। তুমি ছাড়া কেউ নাই আমার  তুমি আমার এ কুল ও কুল, তুমি রহিম হে রহমান ক্ষমা করো আমার সব ভুল। ও ও আল্লাহ আশ্রয় দাও গো তোমার কাছে ভালবেসে।। তুমি আমার মহান চালক  আমায় চালাও সঠিক পথে, তুমি অসীম ক্ষমতাসীন  এ মত মেলাও তোমার মতে। দয়া ভিক্ষা চাই গো আমি  হাত পাতিয়া তোমার কাছে।। সব সমস্যার এক সমাধান  তুমি আল্লাহ্ শেষ ভরসা, আমার বলে শুধু তুমি  তোমার জন্য সব প্রশংসা। তোমার আদেশে নিষেধ যেন  পালন করি হেসে হেসে।

তার চোখেতে - গান

 তার চোখেতে খাদিজা বেগম তার চোখেতে জাদু আছে  দূর হয়ে যায় ভয়, তার ছোঁয়াতে মধু আছে  মন করেছে জয়। তার কথারই মায়ায় পরে  পালিয়ে যায় ঘুম, মন মাঝারে ঝড় উঠে যায়  বৃষ্টি নামে ঝুম। তার ভাবনায় নেশা আছে  মাতাল হয় এ হৃদয়।। তারি ঘ্রাণে আমায় টানে  থাকতে দেয় না দূর, ঘরের বাহির করল আমায়  তার প্রেমেরি সুর। তার প্রেমেতে দাস খাটিবো  সে যদি গো বানায়।। ভাল্লাগেনা তারে ছাড়া  আমার কিছু আর, তাইতো আমি ঘুরে ফিরে  তার কাছে আবার। তারে পেলে চাই না কিছু  যারে আমার মন চায়।।

তুমি চলে এসো - গান

চলে এসো খাদিজা বেগম  চলে এসো এসো বন্ধু  আমি তোমায় খুব কাছে চাই, প্রেম ফাগুনের আগুনে জ্বলে  আমার দেহ মন পুড়ে ছাই। বৃষ্টি ভেজা এই বাতাসে  ভেসে আসে তোমার গন্ধ, তোমায় ছাড়া পাগলপারা  আবেগ বিবেক করে দ্বন্দ্ব। তোমায় আমি কতটা চাই  কি করে সে কথা বোঝাই।। আমার মনে চায় প্রাণে চায়  থাকি তোমার সাথে মিশে, সোনা রংঙের দেহ আমার  কালো হইল বিয়োগ বিষে। অনেক কিছু জমা আছে  তোমার সাথে যোগ করিতে চাই। মনে মনে ফুটেছে ফুল  বাতাসে তার ছুটেছে ঘ্রান, ভালোবাসা ছাড়া আমার  বাঁচে না আর বাঁচে না প্রাণ। এবার বুঝি আসছো তুমি  তোমার চরণ ধ্বনিটি পাই।।

তুমি আমার হৃদয় - গান

 তুমি আমার হৃদয় খাদিজা বেগম  তুমি আমার হৃদয় হয়ে  বুকের মাঝে থাকো, তুমি আমার শ্বাস-প্রশ্বাসে  প্রাণ বাঁচিয়ে রাখো। তুমি রক্ত কণা হয়ে  বইছো আমার শিরায়, তোমায় বিনে আমার দেহ  নিস্তেজ হয়ে যায় যায়। তুমি আমার ভোরের পাখি  ঘুম ভাঙাতে ডাকো।। তোমায় পেতে বিরোহি বুক  বিরহে যায় পুড়ে, এই যন্ত্রণার নেই শান্তনা  থেকো না আর দূরে। চিরতরে ঘুমাবে চোখ  যদি দূরে থাকো।। প্রেম পিপাসি মনটা আমার  ছটফটিয়ে মরে, ওগো বন্ধু শুধু তোমার  ভালবাসার তরে। আমি তোমায় খুজে মরি  তুমি কোথায় থাকো??

যতটা ক্ষণ - গান

 যতটা ক্ষণ খাদিজা বেগম  যতটা ক্ষণ ঘুমে থাকি ততটা ক্ষণ থাকি ভালো, জাগলে দেখি দুই নয়নে  আমার ভুবন শুধুই কালো। চিরতরে ঘুমাতে চাই চোখ ভরে ঘুম দাও অন্তর্যামী, জেগে থাকতে যন্ত্রণা হয়  পারব না আর বাঁচতে আমি। রক্ত ঝরা ক্ষত মনে  কেন এত আগুন জ্বালো।। কি আর হবে চেয়ে থেকে  দেখি যদি সব অন্ধকার, আপন বলে ছিল যে জন  এখন আর সে নেই তো আমার। সে যে ছিল দিনের সূর্য  আঁধার রাতে চান্দের আলো।। অবুঝ মনটা যতই বুঝাই মানে না সে কোন যুক্তি, এই যন্ত্রণা সহ্য হয় না  প্রাণ চায় বারে বারে মুক্তি। তবু বাঁচব আল্লাহর জন্য তিনি করেন যা তাই ভালো।।

কান্না - গান

 কান্না খাদিজা বেগম সুখের কান্না দুঃখে কান্না সকল কান্নার অশ্রু নোনা, কান্নায় কান্নায় ভিজা থাকে হাসি মুখের চোখের কোণা। কেউ বা কাঁদে খুব গোপনে দেখা যায় না চোখের পানি, মুখ বুঝিয়া সহ্য করে  বুকের বামের কামড়ানি। কেউ বা কাঁদে ছাই এর জন্য  পায়ে ঠেলা কাঁচা সোনা।। কত কান্নার বোবা সাক্ষী  দূরের আকাশ আর নির্ঘুম রাত, কেউ শোনে না সে ছাড়া আর স্বপ্ন ভাঙা তার আত্মনাত। প্রেমের নামে লুট হয়েছে কত অবুঝ মন ললনা।। প্রেম বিহনে কান্দে প্রেমিক আবার কান্দে প্রেমে পড়ে, কতজনায় একলা কান্দে  স্মৃতি লইয়া তার অন্তরে। প্রেমে জীবন প্রেমে মরণ প্রেমে আছে খুব ছলনা।।

এই বাড়ি ঘর - গান

 এই বাড়ি ঘর খাদিজা বেগম  এই বাড়ি ঘর দালান কোঠায়  কি উপকার হলো তোমার? নিজের হাতে গইড়া নিজে মালিক হতে পারো নাই তার। এখন তুমি শূন্য খাঁচা ভিতরে নাই সোনার পাখি, বলবে না আর কোন কথা  খুলবে না আর তোমার আখি। এতো করে বলেছিলাম  করিস না মন তুই অহংকার।। আজকে এখন কোথায় গেল  কথায় কথায় তোমার হুংকার? মুখের জায়গায় মুখ আছে আজ  ক্ষমতা নাই রে মুখ খোলার। পায়ের জায়গায় পা আছে তোর ক্ষমতা নাই রে দাঁড়াবার।। হাতের জায়গায় হাত আছে তোর ক্ষমতা নাই রে নাড়াবার, নাকের জায়গায় নাক আছে তোর ক্ষমতা নাই রে শ্বাস নেবার। এতো করে বুঝাই ছিলাম করিস না তুই আমার আমার।।

না জানিনা - গান

 না জানিনা খাদিজা বেগম  না জানিনা আর কত দূর আমার এই পথ চলা বাকি, না জানিনা সেই ঠিকানা আজ এখনই পাবো না কি! চলতে চলতে ক্লান্ত আমি তাইতো বসে করি বিশ্রাম, চিন্তায় চিন্তায় অশান্ত মন কিছুতেই আর পাইনা আরাম। তবু যেন কার অপেক্ষায় দিবানিশী চেয়ে থাকি।। জানিনা সে আসবে কখন শুধু জানি আসবেই একদিন, সেদিন থামবে সব ব্যস্ততা চলবেনা আর হাওয়ার ইঞ্জিন। সবাই সেদিন দেখবে আমায় ঘুমে বিভোর আমার আঁখি।। সেই চিন্তায় আজ ঘুম আসে না এপাশ ওপাশ করি রাতে, অন্ধকারে থাকবো একা  কেউ থাকবে না আমার সাথে। কর্মফল মোর সঙ্গী হবে দেবে না সে আমায় ফাঁকি।।

প্রেমের ক্ষুধা - গান

প্রেমের ক্ষুধা খাদিজা বেগম প্রেমের ক্ষুধা জাগলে মনে ঘুম আসে না দুই নয়নে, অঙ্গ জ্বলে সঙ্গ পেতে  শান্ত হয় না মন শাসনে । আকাশ সমান মহা বাঁধা ভেঙেচুরে খুঁজে রাঁধা, কৃষ্ণ প্রেমিক ক্ষণে ক্ষণে যে হারাবে রাঁধার সনে। প্রেম বিরহ বুঝে না কেউ  পবিত্র এক প্রেমিক বিনে।। যায় না থাকা একা একা সবই লাগে ফাঁকা ফাঁকা, পূর্ণতা নেই শুন্য মনে একলা জ্বলি প্রেম কাননে। পাপ করোনা প্রেম করো মন একজন পূণ্য প্রেমিক চিনে।। প্রেমের বিষে হারায় দিশে প্রেমহীনারে ভালবেসে, ফুল বিছানায় ঘুম আসেনা  মন শোনে না কোন মানা রাজ মহলের রাজার ধনে তৃপ্তি নেই যে প্রেমিক মনে।।

মনের ব্যাথায় -গান

 মনের ব্যাথায় খাদিজা বেগম  মনের ব্যাথায় ছেয়ে গেছে আমার সারা দেহ, তুমি ছাড়া বুঝবেনা আর আমার ব্যাথা কেহ। দুই নয়নে আঁধার দেখি ফিরিয়ে দাও আলো, ও গো আমার মনের মালিক  মনটা রাখো ভালো। দূর করে দাও আমার মনের যন্ত্রণা সন্দেহ।। হাজার দুঃখ সুখ হয়ে যায় তুমি চাইলে একবার, শেষ হয়ে যায় কষ্ট ভরা এই বুকের হাহাকার। ব্যাথার মাঝে আরাম পাবো দাও তোমার স্নেহ। আমার জন্য ছুটে আসা ব্যঙ্গ আর তিরস্কার, তুমি চাইলে হতে পারে মুল্য বান পুরষ্কার। তুমি চাইলে তোমার দয়ায়  সুখে থাকবে যে কেহ।।

এই জীবনে - গান

 এই জীবনে- গান  খাদিজা বেগম  এই জীবনে আমি কারো  ভালবাসা পাই বা না পাই, এই প্রার্থনা আমি তোমার   ভালবাসা যে না হারাই। টাকা পয়সা, জায়গা জমি এ সব খোঁজার সময় তো নাই, মনে প্রাণে অনুভবে যখন তোমায় খুঁজিয়া পাই। দৃশ্যমান যা কিছু দেখি তুমি ছাড়া অস্তিত্ব নাই।। এই জীবনে বড় পাওয়া ওগো তুমি আমার মালিক, তাই তো কানায়, কানায় সুখে ভরা আমার চারদিক। না চাইতেই যা দিয়েছ সেই ক্ষমতা আর কারো নাই।। তোমার উপর দিয়ে দিলাম  আমার সকল দায়  দায়িত্ব, তুমি আমায় রাখবে ভাল দেখাবে পথ সরল সত্য। আজ ভরসা করার মতো  তোমার মত আর কেহ নাই।। তুমি আমায় পুষে রাখো তোমার ক্ষমা নামের খাঁচায়, তুমি যদি মারো আমায় সাধ্য নাই কারো আমায় বাঁচায়। তুমি আল্লাহ অদ্বিতীয়  তুমি ছাড়া নাই দরদী নাই।।

শুনেছি - গান

 শুনেছি- গান  খাদিজা বেগম  শুনেছি  রাত পোহালেই সূর্য ওঠে  সবারে দেয় আলো, আমার রাত্রি পোহায় না ক্যান? সবই কেন কালো? শুনেছি  রাত পোহালেই পুষ্প ফোটে দেখিতে বেশ সুন্দর, আমার পুষ্প ফোটে না ক্যান? সবি দেখি আন্ধার। রঙে রঙে রঙিন চারপাশ  দেখতে সবই ভালো।। শুনেছি জ্বললে আগুন আলো ছড়ায়  পুড়ে পুড়ে হয় ছাই, জন্ম থেকে জ্বলছি আমি  আলোর দেখা তো নাই। আমি আরো জ্বলিতে চাই জ্বালানি তৈল ঢালো ।। শুনেছি মেঘের শেষে বৃষ্টি আসে  আকাশ হয়ে যায় নীল, দুঃখের শেষে কান্নায় ভেসে  খুশি হয়ে যায় দিল। সবার চোখে রং ধনুর রং আমার শুধু কালো।।

জাহান্নামে - গান

 জাহান্নামে-গান খাদিজা বেগম  জাহান্নামে যেতে চাই না পেতে চাইনা শাস্তি, হারাম টাকায় করতে চাই না আরাম আয়েশ মাস্তি। ন্যায়ের সাথে চলবো পথে যে কদিনই বাঁচি, মিথ্যে কথা বলবো না আর সত্যের সাথে আছি। চাই না পেতে নাম, যশ, খ্যাতি চাই হৃদয়ের স্বস্তি।। হাদিস কোরআনা আঁকড়ে ধরলে হবে না সে পথভ্রষ্ট, আল্লাহর উপর ভরসা যার তার থাকেনা কষ্ট। দুঃখের সাথে সন্ধি করে  গড়ে তোলে দোস্তি।। বাড়ি গাড়ি নাইবা থাকুক থাকতে হবে ঈমান, জাহান্নামে জ্বলবে তারা যারা থাকবে বেইমান। হারাম টাকার আরাম করা হউয়োনা কেউ হস্তি।।

আমার আমি টা

 আমার আমিটা খাদিজা বেগম  যদি আমার ভিতর থেকে আমার আমিটা চলে যায়,  আমায় ধরে রেখ না কেউ হাসি মুখে দিও বিদায়। তারে ছাড়া অচল আমি  চলবো না আর এই দুনিয়ায়, তাড়াতাড়ি বিদায় দিও  কোন গন্ধ যে না ছড়ার। দূরে দূরে সরে থেকো ছুইয়ো না কেউ যেনো আমায়। হবো না আর কষ্টের কারণ দেবো না আর কাউকে কষ্ট, আমার জন্য আর হবেনা খুব মূল্যবান সময় নষ্ট। তোমাদের ঘর বাড়িতে আর খুঁজ না যে ভুলেও আমায়। আজ থেকে শেষ হবে যেনো অনেক কষ্ট যন্ত্রণার দিন, ক্ষমা করে দিও মোরে জীবন ভর যা করেছি ঋণ। আদর, সোহাগ লাগবে না আর ব্যাথা লাগবে আলতো ছোঁয়ায় ‌।

তোর অপেক্ষায় - গান

 তোর অপেক্ষায়- গান  খাদিজা বেগম তোর অপেক্ষায় থাকতে থাকতে   হইলাম ধৈর্য হারা, আর কিছুদি থাকলে দূরে যাব বুঝি মারা।। আয় ফিরে আয় এই বুকে আয়  থাকিস না আর দূরে, তোর বিরহে ছাই হয়ে যাই দিবানিশি পুড়ে। বাঁচতে চায় না আমার জীবন ওরে তোরে ছাড়া।। এই মনে চায় এই প্রাণে চায় চায় তোরে এই দেহ, কত জ্বালায় জ্বলছি আমি জানে না তা কেহ। পুড়ছে হৃদয় গলছে আঁখি  বইছে ঝর্না ধারা।। কানতে কানতে ঘুমাই যখন তখনই পাই কাছে, জাইগা দেখি তুই কাছে নাই আবার কান্না আসে। প্রেম পিপাসায় বুক ফেটে যায় মৃত্যু করে তাড়া।

শুধু একবার - গান

 শুধু একবার খাদিজা বেগম  শুধু একবার ফিরে তাকাও আর কোন দিন আসবো না, তোমায় পাবার আশায় আশায় প্রার্থনায় আর ভাসবো না।। শুধু একবার কথা শোনো  আর কোনদিন বলব না, তোমার চলার ঐ পথ ধরে কখনো আর চলব না। ভালো যদি নাইবা বা বাসো বল ভাল বাসবো না।। ভালো মন্দ কিছু বল শুনে শান্ত করি মন, বন্ধ করি অশ্রু ধারা যা ছুটেছে সারাক্ষণ। শুধু একবার শোন তুমি এই হৃদয়ের বাসনা।। কি করে বুঝাই বল তোমায় কত প্রয়োজন, তুমি ছাড়া ভেঙ্গে যাবে এই জীবনের আয়োজন। তোমায় আমি বেঁধে রাখব হও যদি গো রশনা।।