আজ বহুদিন পর (গান)
আজ বহুদিন পর খাদিজা বেগম আজ বহুদিন পর আমায় তুমি প্রশ্ন করলে কেমন আছো? তার উত্তর না দিতেই আবার আজও আমায় ভালবাসো? কন্ঠ আটকে আছে আমার হাত নাড়িয়ে জানালাম না, তোমার সাথে কথা বলা এখন আমার আর সম্ভব না। তোমার সাথে বললে কথা লোকে করবে কানাঘুষো।। যখন তুমি আমার ছিলে ছিলনা তো এত মায়া, এখন তুমি অন্য কেহ দেখতে চাইনা তোমার ছায়া। যাও চলে যাও বহুদূরে সুখের জলে গিয়ে ভাসো।। আমি এখন কেমন আছি তাতে তোমার কি আসে যায়? যখন ভাবার কথা ছিল তখন ভাবোনি তো আমায়! যা হবার তা হয়ে গেছে জ্যান্ত মরা হয়ে আছি। পৃষ্ঠা - ৫