ত্যাগের মাঝে - গান
ত্যাগের মাঝে
খাদিজা বেগম
ত্যাগের মাঝে যে আনন্দ
তাহা ভোগের মাঝে নাই,
ভোগ বিলাসী জীবন ছেড়ে
আমি ত্যাগি হতে চাই।
আজকে খেলে অন্যের হক মন
কালকে খাবে তোরে সাপ,
মানুষেরে কষ্ট দিয়া
নিস নারে তুই অভিশাপ।
দেবার মাঝে যে আনন্দট
তাহা নেবার মাঝে নাই।।
নৈতিকতা ছাড়িয়া মন
করিস না পাপের কামাই,
শেষ বিচারে ফেঁসে যাবি
পাবিনা মন তুই রেহাই।
দেয়া নেয়ার হাতের মধ্যে
উত্তম দেবার ঐ হাত টাই।।
তোর ঐ মাংস পচে যাবে
হাড় গুলো সব খসিবে,
তোর বিরুদ্ধে সাক্ষী দিতে
অঙ্গ গুলো আসিবে।
চোখ বুজিয়া দেখ ভাবিয়া
করিস না মন তুই খাইখাই ।।
Comments
Post a Comment