মধুমতি - গান
মধুমতি
খাদিজা বেগম
মধুমতি মধুমতি
ও ----গো আমার মধুমতি
মিটাও আমার প্রেম পিপাসা,
ডুবিতে দাও তোমার বুকে
যেথায় মধুর ভালবাসা।
প্রেমে কাতর পিপাসিত
ফাটিয়া যায় যেন এই বুক,
দয়া করো মধুমতি
দাও নিতে দাও আমাকে সুখ।
আমি মরি ছোট ফাটাই
তুমি করো কি তামাশা??
অতল সাগর সুখের সিন্ধু
ও সব কিছু চাই না আমি,
স্বপ্নে দেখা মধুমতি
শুধু তোমায় চাইগো আমি।
যার অভাবে অভাবী মন
তাহা তোমার কাছে ঠাসা।।
তোমার জলটা মধুর মত
আমি যতই করেছি পান,
ততই জাগে প্রেম পিপাসা
তোমায় বীনে বাঁচে না প্রাণ।
তুমি আমার মরুর বুকে
জাগালে প্রেম ভালোবাসা।।
Comments
Post a Comment