কিসের এত - গান
কিসের এত
খাদিজা বেগম
কিসের এত অহংকার তোর
ওরে ওমান অহংকারী?
আজ মরলে কাল দুই দিন হবে
ও তোর মিথ্যে জমিদারি।
কার জমিতে ঘর বানাইয়া
হইছো রে তুই বাড়ি ওয়ালা,
দালান কোঠায় থাকবি না তুই
রাখবে তোরে মাটির তলা।
পাপের বোঝা নায় তো সোজা
করিস না তা পাপে ভারী।।
গরুর গোশত হারাম খাইলি
ও মন ঘুষের টাকা কিনে,
প্রাণীর মতো বিক্রি হইলি
নিজেরে না নিজে চিনে।
তোর মাঝে নাই মনুষ্যত্ব
অনেক আগে গেছে ছাড়ি।।
হারাম টাকা আরাম হয় না
পাবিরে তুই পাপের সাজা,
তোর সন্তানে করবে মজা
তোর ওই রাজ্যে হবে রাজা।
পাপের সম্প নিয়ে করবে
তোর সন্তানে মারামারি।।
Comments
Post a Comment