জীবনের নাম - গান
জীবনের
খাদিজা বেগম
জীবনের আর এক নাম পানি
সেই পানিতে রয় যদি বিষ,
বাঁচার বদলে মারবি রে তুই
থাকবেনা তোর কোন হদিশ।
তেমনি হলো ভালোবাসা
যাহা ছাড়া বাচেনা মন,
অপবিত্র ভালবাসায়
মনুষত্বের হয় গো মরণ।
ভালবাসার মালিক যিনিনষ
তারে জানাই অশেষ কুর্নিশ।।
মানব সৃষ্টি করে তিনি
সৃষ্টি করলেন তার মানবী,
যার জন্য যা প্রয়োজন
না চাইতেই তা দিলেন সবি।
তবু মানব অকৃতজ্ঞ
তারে ভুলে রয় অহর্নি।।
কোরআন দিল শিখার জন্য
সময় হয়নি হাতা শিক্ষার,
জন্ম মৃত্যু দুইয়ের মাঝে
সময় চলছে তোর পরীক্ষার।
কর্মফল তোর সঙ্গে যাবে
যদিও তুই তাহা না নিস।।
Comments
Post a Comment