মা গো মা- গান

 মা গো মা 

 খাদিজা বেগম 


মা গো মা 

পায়ে পরি শপথ করি 

বলবো না আর এমন কথা,

যে কথাতে ভিজিয়া যায় 

ওমা তোমার চোখের পাতা।


মা গো মা 

 আমায় তুমি মাফ করে দাও 

দোয়া ছাড়া কিছু চাই না,

সব ছাড়িয়া এলাম ফিরে 

দুই চরণে ঠাই দিও মা।

তোমার ছায়ায় জান্নাতের সুখ 

দূর হইয়া যায় সকল ব্যথা।।


মা গো মা 

ভালোবাসি অনেক বেশি 

বাসতে দিও তোমায় ভালো,

দুই নয়নের মনি তুমি

তুমি আমার চোখের আলো।

মাগো তুমি বটো বৃক্ষ 

ঝড় বৃষ্টিতে আশ্রয় দাতা।।


মাগা 

দেখলে তোমার মুখে হাসি 

আনন্দে মন নেচে ওঠে 

মরে যাওয়া আশা গুলো 

যেন ফুলের মত ফোটে।

জুরাইয়া যায় এই দেহ মন

 তোমার কোলে রাখলে মাথা।।


Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান