জাহান্নামে - গান
জাহান্নামে-গান
খাদিজা বেগম
জাহান্নামে যেতে চাই না
পেতে চাইনা শাস্তি,
হারাম টাকায় করতে চাই না
আরাম আয়েশ মাস্তি।
ন্যায়ের সাথে চলবো পথে
যে কদিনই বাঁচি,
মিথ্যে কথা বলবো না আর
সত্যের সাথে আছি।
চাই না পেতে নাম, যশ, খ্যাতি
চাই হৃদয়ের স্বস্তি।।
হাদিস কোরআনা আঁকড়ে ধরলে
হবে না সে পথভ্রষ্ট,
আল্লাহর উপর ভরসা যার
তার থাকেনা কষ্ট।
দুঃখের সাথে সন্ধি করে
গড়ে তোলে দোস্তি।।
বাড়ি গাড়ি নাইবা থাকুক
থাকতে হবে ঈমান,
জাহান্নামে জ্বলবে তারা
যারা থাকবে বেইমান।
হারাম টাকার আরাম করা
হউয়োনা কেউ হস্তি।।
Comments
Post a Comment