প্রেমের ক্ষুধা - গান

প্রেমের ক্ষুধা

খাদিজা বেগম


প্রেমের ক্ষুধা জাগলে মনে

ঘুম আসে না দুই নয়নে,

অঙ্গ জ্বলে সঙ্গ পেতে 

শান্ত হয় না মন শাসনে ।


আকাশ সমান মহা বাঁধা

ভেঙেচুরে খুঁজে রাঁধা,

কৃষ্ণ প্রেমিক ক্ষণে ক্ষণে

যে হারাবে রাঁধার সনে।

প্রেম বিরহ বুঝে না কেউ 

পবিত্র এক প্রেমিক বিনে।।



যায় না থাকা একা একা

সবই লাগে ফাঁকা ফাঁকা,

পূর্ণতা নেই শুন্য মনে

একলা জ্বলি প্রেম কাননে।

পাপ করোনা প্রেম করো মন

একজন পূণ্য প্রেমিক চিনে।।



প্রেমের বিষে হারায় দিশে

প্রেমহীনারে ভালবেসে,

ফুল বিছানায় ঘুম আসেনা 

মন শোনে না কোন মানা

রাজ মহলের রাজার ধনে

তৃপ্তি নেই যে প্রেমিক মনে।।





Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান