পাক কালিমা - গান
পাক কালিমা
খাদিজা বেগম
পাক কালিমা পড়লেই মুখে
যে কেউ হয় না মুসলমান,
সেই মুনাফিক যার ভিতরে
নাই পবিত্র আল-কোরআন।।
তার কালিমায় কি আসে যায়
যার কথা ও কাজে দুই,
সেই মুনাফিক নয় তো মানুষ
দূরে থাক তার থেকে তুই।
তোর ভিতরের লোভ লালসা
তুই দে তারে বলি দান।।
মুসলমানের এমনি ধারা
লোক ঠকায় না তারা,
আল্লার জন্য বাঁচে থাকে
আল্লার জন্যই যায় মারা।
নিজের করে রাখে ঈমান
তাও মহান আল্লাহর দান।।
এই দুনিয়ার মালিক আল্লাহ
আমরা তাহার দাস দাসী,
তার হুকুমি করবো তামিল
তা যদিও হয় ফাঁসি।
অর্থ সম্পদ জীবন গেলেও
যেতে দেবনা ঈমান।।
Comments
Post a Comment