মুখে মুখে ভালোবাসা - গান
মুখে মুখে ভালোবাসা
খাদিজা বেগম
মুখে মুখে ভালোবাসা
অভিনয়ে মনটা পণ্য,
তাই দেখিয়া আজ দুঃখী সমাজ
সুখ শান্তিহীন নীতি শূন্য।
এজন্য যে আমরাই দায়ী
এই সমাজের কোন দোষ নাই,
ভবিষ্যতের কথা ভেবে
এসো আমরা ঘুরে দাঁড়াই।
সেনোহ প্রীতি ভালোবাসায়
জীবন গড়ি শান্তিপূর্ণ।।
ত্যাগে ত্যাগে হব ত্যাগি
খুশি করব ভাগাভাগি,
হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে
সৎ মনোভাব নিয়ে জাগি।
অসহায় আরো দুখের প্রতি
হবনা কেউ ব্যাঙ্গপূর্ণ।।
আমরা সবাই মানুষ হলে
কেউ রবে না কোন দুঃখে,
মানব সমাজ হবে সুখী
থাকবে সবাই স্বর্গের সুখে।
ইচ্ছে জাগাও আমরাই গড়ব
সভ্য সমাজ অর্থপূর্ণ।।
Comments
Post a Comment