শুনেছি - গান

 শুনেছি- গান 

খাদিজা বেগম 


শুনেছি 

রাত পোহালেই সূর্য ওঠে 

সবারে দেয় আলো,

আমার রাত্রি পোহায় না ক্যান?

সবই কেন কালো?


শুনেছি 

রাত পোহালেই পুষ্প ফোটে

দেখিতে বেশ সুন্দর,

আমার পুষ্প ফোটে না ক্যান?

সবি দেখি আন্ধার।

রঙে রঙে রঙিন চারপাশ 

দেখতে সবই ভালো।।


শুনেছি

জ্বললে আগুন আলো ছড়ায় 

পুড়ে পুড়ে হয় ছাই,

জন্ম থেকে জ্বলছি আমি 

আলোর দেখা তো নাই।

আমি আরো জ্বলিতে চাই

জ্বালানি তৈল ঢালো ।।


শুনেছি

মেঘের শেষে বৃষ্টি আসে 

আকাশ হয়ে যায় নীল,

দুঃখের শেষে কান্নায় ভেসে 

খুশি হয়ে যায় দিল।

সবার চোখে রং ধনুর রং

আমার শুধু কালো।।

Comments

Popular posts from this blog

জ্ঞানী আর মূর্খ

জীবন নামের বৃক্ষ

কুমন্ত্রণা দেয়া শয়তান