এই ধরাতে - গান
এই ধরাতে
খাদিজা
এই ধরাতে সেই তো ধনী
যাহার আছে স্বাভাবিক মন,
এই দুনিয়ার শান-শওকতের
কিছুই নেই তার প্রয়োজন।।
সে জানে তার মূল্য কত
কেউ পারেনা তাকে কিনতে,
যে চিনেছেন নিজেকে মন
তাকে হয়না অন্যকে চিনতে।
এই জগতে শান্তির বার্তা
নিয়ে আসে তারা আগমন।।
এই দুনিয়া সেই তো মানুষ
যারে দেখলে জাগে না ভয়,
যার কাছে অনায়াসে
প্রত্যেকে পায় স্বস্তির আশ্রয়।
যে জানে তার লালসাকে
বিবেক দিয়ে করতে দমন।।
তার হাত করে না অপরাধ
পা চলে না অন্যায় পথে,
তার জীবনে সে চলেছে
শুধু তার স্রষ্টা মতে।।
সে জানে তার স্রষ্টার কাছে
কোন কিছুই রয় না গোপন।।
Comments
Post a Comment