ভালোবাসা - কবিতা
ভালোবাসা - কবিতা
খাদিজা বেগম
ভালোবাসা নয় আকাশের তারা
হারিয়ে যাবে সে দিবার পরশে,
ভালোবাসা নয় সাগরের উর্মি
অদৃশ্য হবে সে কুলে কুলে এসে।
ভালোবাসা হলো মনের বন্ধন
দুটি হৃদয়ের এক অনুভূতি,
ভালোবাসা থাকে যাহার ভিতর
সে তো কাছে রায় হয়ে চির সাথী।
ভালোবাসা নয় ক্ষনিক আবেগ
কিছু সময়ের পরে যাবে ভুলে,
ভালোবাসা নয় অদৃশ্য প্রাণ
ফিরবেনা আর একবার গেলে।
ভালোবাসা শ্রেষ্ঠ, নিকৃষ্ট পরশে
কখনো করোনা তার অপমান,
ভালোবাসা ভালো রেখো যত্ন করে
ভালোবাসা ছাড়া বাঁচেনা তো প্রাণ।।
অক্ষরবৃত্ত ছন্দে
৬+৬+৬+৬
Comments
Post a Comment